হঠাৎ শান্তিপুরের মাটিতে বাংলা সিনেমার এক অন্যতম অভিনেতা কাঞ্চন মল্লিক। শনিবার শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে সৌজন্য সাক্ষাতে এলেন বাংলা সিনেমার অন্যতম অভিনেতা কাঞ্চন মল্লিক। ঘুরে দেখলেন বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির নাট মন্দির, দর্শন করলেন বিগ্রহ ঠাকুর। এদিন বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে এসে অভিনেতা কাঞ্চন মল্লিক বলেন, হঠাৎ আসা নয় ভাতৃপ্রতিম বন্ধুর সাথে একান্তে সময় কাটানোর জন্যই এখানে আসা এখানে রাজনীতির কোনো সূত্রপাত নেই। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, কাঞ্চন মল্লিকের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমরা একে অপরের বন্ধু। উনি মায়াপুরে গিয়েছিলেন শান্তিপুর দিয়ে যাওয়ার সময় আমার বাড়িতে এসে দেখা করলেন। যদিও হঠাৎই বাংলা সিনেমার অন্যতম অভিনেতা কাঞ্চন মল্লিক শান্তিপুর বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে আসা মাত্রই খবর ছড়িয়ে পড়ে, এরপর কাঞ্চন মল্লিককে একনজর দেখার জন্য শান্তিপুরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে। শান্তিপুরে বন্ধুর,শান্তিপুরে বন্ধুর
যদিও রাজনৈতিক বেশকিছু ঘটনা নিয়ে কাঞ্চন মল্লিককে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দিলেন। রাজ্যের যে কোনো ঘটনায় প্রথমে শাসক দলকে আক্রমণ করছে বিরোধীরা, ছোট ঘটনাকে বড়ো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস কোন দুর্নীতির সাথে যুক্ত থাকে না, এবং কোন দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমি আজ আমার ভাতৃপ্রতিম বন্ধুর বাড়িতে এসেছি রাজনৈতিক বিশেষ আলোচনার জন্য নয়। আমি আজ কোন রকম ভাবেই যেকোনো প্রশ্নের উত্তরে মন্তব্য করতে রাজি নয়।
শান্তিপুরে বন্ধুর সাথে সৌজন্য সাক্ষাতে বাংলা সিনেমার অন্যতম অভিনেতা কাঞ্চন মল্লিক।
MORE NEWS – জনবহুল এলাকায় আগ্নেযাস্ত্র ঠেকিয়ে হুমকি দিলো এক ব্যবসায়ীকে দুষ্কৃতীরা৷
নিশীথ দাস,বারাসাত, উত্তর ২৪ পরগনা:- ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে আগ্নেযাস্ত্র ঠেকিয়ে হুমকি দিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্রকরে বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঁচপুকুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার কথা জানাজানি হতেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মধ্যমগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় মানুষ ও তৃণমূল নেতৃত্ব। আক্রাল্ত ব্যবসায়ী লতিফ বিশ্বাস বলেন, একটি বাইকে করে দুই দুষ্কৃতী এসে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আমার সহযোগী রফিকুল ইসলামের খোঁজ করে। ও কোথায় বল আমি না বলায় আমাকে মারধর করে চম্পট দেয়। CONTINUE READING