Saturday, December 7, 2024
- Advertisement -

শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো ।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি : –

বিশ্বব্যাপী পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করছে সারাবিশ্বের মানুষ। বিশ্বের অন্যান্য দেশের সর্বসাধারণের সঙ্গে শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের চত্তরে বেশ কয়েক জাতের গাছের চারা রূপন করেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী ও শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ গিরি মহারাজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। সেদিন শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন যে,বর্তমান অন্ধকারময় পরিস্থিতিতে অতীতকে ফেরানো সম্ভব নয় ঠিকই। কিন্তু আমরা গাছ লাগাতে পারি, আমাদের আশে-পাশের  শহরকে আরও সবুজ করতে পারি, বাড়ির বাগান পুনর্নির্মাণ করতে পারি, নিজেদের খাওয়ার কিছুটা পরিবর্তন করতে পারি এবং নদী ও উপকূল পরিষ্কার রাখতে পারি। আমরা এমন একটি প্রজন্ম যারা এই সবের মাধ্যমে প্রকৃতির শান্তি বজায় রাখতে পারি।সকলে উদ্বিগ্ন না হয়ে পরিবেশের সচেতনতার বিষয়ে সক্রিয় হয়ে ওঠা উচিত। এখনও কিছুটা সময় আছে। যদি পৃথিবীর প্রতিটি মানুষ নিজের নিজের দায়িত্ব পালন করেন তাহলে এই সুন্দর ধরণী থাকবে সুজলা- সুফলা শস্য শ্যামলা। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত মিত্র,বিপ্লব কুমার দে, রাকেশ চৌধুরী, সঞ্জিত বিশ্বাস,বলি চৌধুরী,ডলি দে, অপি্তা চৌধুরী সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments