Monday, January 13, 2025
- Advertisement -

শুধুই কি বন্ধুত্ব! নাকি ফের প্রেমের সম্পর্কে জড়ালেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী

- Advertisement -

 

টিভি ২০বাংলা ডিজিট্যাল :- শুধুই কি বন্ধুত্ব? নাকি ফের সম্পর্কতে জড়ালেন টলি অভিনেত্রী শ্রাবন্তী? পরপর তিনটি বিয়ে ভাঙার পর টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এখন সিঙ্গেল। তবে একেবারে কি সিঙ্গেল বলা চলে ?

টলিপাড়ায় চলছে বিতর্ক।শোনা যাচ্ছে , টলিপাড়ার কম-বেশি সকলেই জানেন, নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী। প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী,শোনা গেছে এমনটাই। তারা একই আবাসনে থাকেন বলে জানা গেছে।
অভিরূপের সঙ্গে বিভিন্ন পার্টি ও ডেটে দেখা গেছে শ্রাবন্তীকে। এমনকি তারা একসঙ্গে বিদেশ ভ্রমণে গেছেন বলেও শোনা যায়। যদিও এসব নিয়ে তারা কেউই কখনো কথা বলেননি।

অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী। জানালেন, অভিরূপের সঙ্গে তার সম্পর্ক কেমন। প্রেমের কথা স্বীকার না করলেও অভিনেত্রী জানান, অভিরূপ তার খুব ভালো বন্ধু।

সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে পেশা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই আসে প্রেমিক অভিরূপের প্রসঙ্গ। শ্রাবন্তী বলেন, “মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর রাখে, যা আমার সবচেয়ে ভালো লাগে, আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি”। তবে অভিরূপের একটি ব্যাপার পছন্দ নয় বলে জানিয়েছেন শ্রাবন্তী,সেটা হলো আলস্য। তিনি বলেন, “ওর যেটা আমার খারাপ লাগে তা হলো, কাজের পর খুব ল্যাদ খায়; জিম করতে বলি, তাও করে না”। অভিরূপের পরিবারের সঙ্গেও শ্রাবন্তীর চমৎকার সম্পর্ক বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments