Saturday, December 7, 2024
- Advertisement -

শুভ দীপাবলিতে পাত্রসায়রের কাকর ডাঙ্গা মোড় এলাকায় CI অফিসের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার

- Advertisement -

প্রতিনিধি সঞ্জীব মল্লিক, সৈয়দ মফিজুল হোদা বাঁকুড়া : -বাঁকুড়া জেলায় বেশ কয়েকটি থানা আই সি থানায় রুপান্তরিত হয়েছে। সেই তালিকায় রয়েছে সোনামুখী থানা। সোনামুখী থানা ও সি থেকে আই সি থানায় পরিনত হয়েছে। সেখানেই ছিল ইন্দাস, পাত্রসায়ের ও সোনামুখী থানা নিয়ে সার্কেল ইনেক্সপেক্টরের অফিস। বর্তমানে সার্কেল ইনেক্সপেক্টরের দায়িত্বে আছে ইন্দাস ও পাত্রসায়ের থানা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাকর ডাঙ্গা মোড় এলাকায় C I অফিসের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। খুশির হাওয়া পাত্রসায়র ও ইন্দাস থানা এলাকার সাধারণ মানুষদের। বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ছাড়াও উপস্থিত ছিলেন, বিষ্ণপুর গ্রামীণ অ্যাডিশনাল এস পি গনেশ বিশ্বাস, বিষ্ণপুর এস ডি পি ও কুতুবউদ্দিন খান, সি আই গৌতম তালুকদার, পাত্রায়র থানার ও সি বিদ্যুৎ কুমার পাল, ইন্দাস থানার ও সি আব্দুস সামাদ আনসারী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা । শুভ দীপাবলিতে

শুভ দীপাবলিতে পাত্রসায়রের কাকর ডাঙ্গা মোড় এলাকায় CI অফিসের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার

তৃণমূলে যোগ দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শোরগোল জেলা রাজনৈতিক মহলে, জল্পনা তুঙ্গে।

লন্ডন আন্ডারগ্রাউন্ড স্থান পেয়েছে বাংলা ভাষা সাংকেতিক চিহ্ন হিসেবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে সংস্কৃতির জয় বলেছেন

সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিলে হাতে তুলে নিতে হবে তৃণমূলের ঝাণ্ডা, এমনই অডিও ভাইরাল তৃণমূল নেতার ।

হরিপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহী ওসিপি গেটে।

Women’s Day Special : নারী দিবস উপলক্ষ্যে ন্যাশনাল হিউম্যান উয়েলফেয়ার অর্গানাইজেশন এবং ইমারজেন্সি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান শামশেরগঞ্জে।

More News – সাগরদিঘী থানাপাড়া কালী পূজো মণ্ডপে দীপ জ্বেলে পূজো উদ্বোধন করলেন মন্ত্রী সুব্রত সাহা

মেহে বুব মাসুম মুর্শিদাবাদ :- আজ ৪ই নভেম্বর বৃহস্পতিবার প্রতি বছরের ন্যায় এ বছরও সাগরদিঘী থানা পাড়া কালী পূজো মণ্ডপে, শুভ দীপাবলি উৎসবের আয়োজন হয় জাঁকজমক পূর্ণ ভাবে। সম্পূর্ণ কোভিড বিধি মেনেই কালীপূজো উৎসব পালিত হয়। এদিন দীপাবলি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী সুব্রত সাহা, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরদিঘী Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments