Friday, March 21, 2025
- Advertisement -

শেষমেশ বন্ধই হয়েগেল ঈশ্বরচন্দ্রের জন্মভিটে বীরসিংহের বিদ্যাসাগর মেলা

- Advertisement -

শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-প্রশাসনিক সিদ্ধান্তে অবশেষে আজ থেকে বন্ধ হল পশ্চিম মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যময় মেলা, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম স্থানের বিদ্যাসাগর মেলা। মঙ্গলবার থেকে‌ মেলা শুরু হওয়ার কথা থাকলেও ওমিক্রণ এর ভয়াবহতার কথা মাথায় রেখে তড়িঘড়ি জানুয়ারি মাসে শুরু হতেচলা সমস্ত মেলা বন্ধের সিদ্ধান্ত পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন নেওয়ার ফলে আপাতত স্থগিত রাখতে হল বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর মেলাটি। প্রসঙ্গত, রাজ্যজুড়ে ওমিক্রনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে রাজ্য সরকারের নির্দেশেই বেশ কিছু ক্ষেত্রে বিধি-নিষেধ জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই বিদ্যাসাগর মেলা শুরু হওয়া কথা থাকায় মেলার চুড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল। মেলা প্রাঙ্গণে অনেক বিক্রেতা তাদের স্টলও সাজিয়ে ফেলেছিলেন। কিন্তু সোমবার বিকেলে প্রশাসন তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় মেলা বন্ধ রাখার। শেষমেশ

সার্বিক পরিস্থিতির কথা বিচার করে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে মেলা আপাতত বন্ধ রাখার ঘোষণা করল বীরসিংহ বিদ্যাসাগর মেলা কমিটি। একইসাথে বন্ধ রাখার ঘোষণা হল পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ও বিগ বাজেটের মেলা, ঘাটাল উৎসব ও শিশু মেলা। মেলাটির পৃষ্ঠপোষক তথা ঘাটালের সংসদ দেবের প্রতিনিধি রাম পদ মান্না জানান ওমিক্রণের ভয়াবহতার কথা মাথায় রেখে সরকারি নির্দেশিকা মেনেই সার্বিক স্বার্থে আমরা ঘাটাল উৎসব ও শিশু মেলাটিকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা এই মেলা আবার করার চিন্তা ভাবনা করব। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান ৪ঠা জানুয়ারি মঙ্গলবার থেকেই বিদ্যাসাগর মেলা শুরু হওয়ার কথা ছিল। আয়োজকরা সমস্ত প্রস্তুতিও চূড়ান্ত করে ফেলেছিলেন। মেলায় অনেক বিক্রেতা স্টল সাজাতেও শুরু করেছিলেন। কিন্তু ওমিক্রণ এর ভয়াবহতার কারণে জনগণের স্বার্থেই আমরা এই মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি প্রশাসনের তরফে।

শেষমেশ বন্ধই হয়েগেল ঈশ্বরচন্দ্রের জন্মভিটে বীরসিংহের বিদ্যাসাগর মেলা

পৌরসভা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনার জন্য জেলা বিজেপির পক্ষ থেকে একটি জরুরি বৈঠক বারাসাতে

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তখন এই মেলা আবার করা যায় কিনা আমরা সে ব্যাপারে ভেবে দেখবো। প্রসঙ্গত,শীতকালীন মরসুমে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ছোট-বড় বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একাধিক ইনডোর উৎসবেরও আয়োজন হয় । শুধুমাত্র ঘাটাল মহকুমাতেই ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে প্রায় ২০টি মেলার আয়োজন হওয়ার কথা ছিল। গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে তার অধিকাংশই ছিল বন্ধ। এইবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই মেলার আয়োজকরা প্রশাসনের অনুমতি নিয়েই মেলার প্রস্তুতি নেয়। কিন্তু হঠাৎ করেই ওমিক্রন এর ভয়াবহতা বেড়ে যাওয়ার কারণে প্রশাসনের নির্দেশ মেনেই আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলার সবকটি মেলার আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments