Tuesday, March 25, 2025
- Advertisement -

সংকটজনক অবস্থায় বলিউড কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

- Advertisement -

 

টিভি ২০ বাংলা ডেস্ক :-  আরো সংকটজনক অবস্থায় বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। বুধবার রাত থেকেই তাঁর অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকদের মতে তাঁর মস্তিষ্কের কার্যক্ষমতা হচ্ছে না, কিন্তু হৃদপিন্ড কাজ করছে, অর্থাৎ তাঁর ব্রেন ডেথ হয়েছে।

গত ১০ আগস্ট দিল্লির এক নামী হোটেলে জিম করার সময়ে আচমকা বুকে ব্যাথা অনুভব হয় এবং সাথে সাথেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করানো হয়। এতদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন হাসপাতালে। মাঝখানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও বুধবার রাত থেকেই তাঁর অবস্থা খারাপের দিকে যাচ্ছে।

কলকাতা থেকে নিউরোসার্জন পদ্মা শ্রীবাস্তব ইতিমধ্যেই দিল্লিতে যাচ্ছেন তাঁর চিকিৎসার জন্য। কিছুদিন আগেই রাজু শ্রীবাস্তবের ভাই জানিয়েছেন রাজুর মস্তিষ্কের কিছু নার্ভ চাপা পড়ে গেছে, যার ফলে অক্সিজেন সরবরাহ হচ্ছে না। চিকিৎসকরা প্রায় ১০ দিন সময় লাগবে বলেছিল রাজুর সুস্থ হতে। এরই মধ্যে রাজুর মৃত্যুর ভূয়ো খবর ছড়িয়ে গিয়েছে।

রাজুর দ্রুত আরোগ্য কামনার জন্য পাশে দাঁড়িয়েছে তাঁর অনুরাগীরা এবং অনেক বলি অভিনেতা অভিনেত্রীরা। স্বয়ং বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন, ” It’s enough Raju. Rise up Raju, and keep teaching us all to laugh.””

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments