Wednesday, December 4, 2024
- Advertisement -

সদাইপুরের সিজা গ্রামে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

- Advertisement -

সেখ ওলি মহম্মদ বীরভূম:- বার বার প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করা হচ্ছে কোনো নাবালিকার বিয়ে দেবেন না। অর্থাৎ ১৮ বছরের নীচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। কিন্তু সরকার বা প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক নাবালিকার বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত সিজা গ্রামে। খবর পেয়ে চাইল্ড লাইন ও বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সদাইপুর থানার পুলিশকে নিয়ে ঐ নাবালিকার বিয়ে আটকানো হল। উল্লেখ্য, ঐ নাবালিকার বয়স 16 বছর 6 মাস। বীরভূম চাইল্ড লাইনের সদস্য সেখ ফজ্লুল হক জানান, আমাদের টোল ফ্রী নম্বর ১০৯৮ নম্বরে ফোন করে জানানো হয়েছিল সিজা গ্রামে এক নাবালিকার বিয়ে ঠিক করা হচ্ছে। আমরা খবর পেয়ে এখানে আসি এবং খবর নি। যদিও এখন বিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। পাশাপাশি ঐ নাবালিকা এখন পড়াশুনা চালিয়ে যেতে চাইছে। তার বাবা ও মা আমাদের একটি মুচলেকা দেন ১৮ বছর বয়স না হলে আমরা বিয়ে দেব না। সদাইপুরের

সদাইপুরের সিজা গ্রামে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিলে হাতে তুলে নিতে হবে তৃণমূলের ঝাণ্ডা, এমনই অডিও ভাইরাল তৃণমূল নেতার ।

More News – হাতির তাণ্ডবে আর্থিক ক্ষতির মুখে সোনামুখীর ধান চাষীরা , পাশাপাশি আতঙ্কিত জঙ্গল লাগোয়া গ্রামবাসীরা

অশোক নন্দী মনোহর মন্ডল নামের কয়েক জন ক্ষতিগ্রস্ত কৃষক জানান, এই পরিস্থিতিতে এখন সংসার কিভাবে চালাবো তাই ভেবে কুল পাচ্ছিনা আমরা। পাশাপাশি আমাদের যে পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে সেই পরিমাণ ক্ষতি পূরণ আমরা পাচ্ছি না। এর জন্য বনদপ্তরকে কাঠ গড়ায় তোলেন তারা। অন্যদিকে সন্ধ্যা হলেই আতঙ্ক গ্রাস করছে সোনামুখী জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের। সন্ধ্যা হলেই এক প্রকার গৃহবন্দি হয়ে থাকতে হচ্ছে তাদের। কেননা রাতের অন্ধকারে বাড়ির বাইরে বেরোলে যেকোনো মুহূর্তে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। বহুগ্রাম রয়েছে যাদের জঙ্গল পেরিয়ে সোনামুখী শহরে প্রতিনিয়ত আসতে হয় ফলে সন্ধ্যার পর তারা সোনামুখী শহরে আসতে পারেন না। স্বাভাবিকভাবেই তাদেরকেও ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে সোনামুখী জঙ্গল লাগোয়া গ্রামের ছাত্র-ছাত্রীদের। অনেকেই টিউশনি পড়তে সোনামুখী শহরে আসতে হয় কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলে তাদেরকে আতঙ্ক নিয়ে বাড়ি ফিরতে হয়। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments