সেখ ওলি মহম্মদ , বীরভূম :- বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে আজ বীরভূম জেলার সদাই পুর থানার পক্ষ থেকে ঐ থানা এলাকার বিভিন্ন নদীতে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখা হয় এই নদীর তীর গুলোতে অবৈধ ভাবে বালি তোলা হচ্ছে কিনা। উল্লেখ্য, প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নদী থেকে বালি তোলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হানা দেয় সদাই পুর থানার পুলিশ। এদিন সেখানে উপস্থিত ছিলেন সদাই পুর থানার ও সি মিকাইল মিয়া। প্রশাসনের নির্দেশে এখন প্রতিটি নদী থেকে বালি তোলা নিষিদ্ধ রয়েছে। কিন্তু সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বার বার অভিযোগ উঠেছে নদীগর্ভ বালি তুলছে বালি মাফিয়ারা। তাই আজ সদাই পুর থানার পুলিশ ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালায়।
সদাইপুর থানার পক্ষ থেকে অবৈধ ভাবে বালি রুখতে ড্রোনের সাহায্যে নজরদারি
আরও খবর- দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন পাওয়ার অফ্ হিউমিনিটি
পার্থ ঝা, মালদা:- মানব কল্যাণ সেবায় হলো ঈশ্বর সেবা এমটাই বার্তা দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন মালদহের চাঁচলের ‘পাওয়ার অফ্ হিউমিনিটি’ নামক একটি সেচ্ছাসেবী সংস্থা। এদিন চাঁচলের বিদ্যানন্দ পুর মাদ্রাসা মাঠে এই সংস্থার উদ্যোগে অসহায় দুঃস্থ মানুষদের জন্য নতুন শীত বস্ত্র প্রদান করা হয়। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উওরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন , মালতী পুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশি। Continue Reading
আরও খবর- সরকারি নির্দেশ অমান্য করায় শোকজের মুখে বহু শিক্ষক
শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-কর্তব্যে গাফিলতির জেরে শোকজ করা হল জেলার ৫৩জন শিক্ষককে,নেওয়া হতে পারে কড়া পদক্ষেপও। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদের এই পদক্ষেপে রীতিমতো নড়েচড়ে বসেছে জেলার শিক্ষামহল। প্রসঙ্গত করোণা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই রাজ্যজুড়ে ধীরে ধীরে পুনরায় ছন্দে ফিরতে শুরু করেছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি।এখনো পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের স্কুলে যাবার অনুমতি না দেওয়া হলেও তাদের মূল্যায়ন প্রক্রিয়া ,মিগ ডে মিল এবং নতুন ক্লাসে উন্নয়ন-সংক্রান্ত সহ একাধিক কাজের জন্য শিক্ষকদের স্কুলে নিয়মিত যোগদানের কথা বলা হয়েছে সরকারি তরফে। Continue Reading