Wednesday, January 22, 2025
- Advertisement -

সব খবর একসাথে

- Advertisement -

সব খবর একসাথে – রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন মৎস্য মন্ত্রী অখিল গিরি

চয়ন দাস পূর্ব মেদিনীপুর :- পুর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ব্লকের দেপাল অঞ্চলের , কানপুর চন্ডী মাতার মন্দিরে রাজ্যবাসীর মঙ্গল কামনার্থে পুজো দিলেন মৎস্য মন্ত্রী অখিল গিরি। সঙ্গে ছিলেন দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মাইতি, রামনগরের শিক্ষা কর্মাদক্ষ সৌমেন গিরি ও উপ – প্রধান তাপস কান্তি দত্ত। রাজ্যের বর্তমান অবস্থা করুন। করোনা ভাইরাস চলাকালীন বহুমানুষ প্রাণ হারিয়েছেন। ফের করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আমরা পদার্পণ করেছি, সঙ্গে নবজাত ওমিক্রণ ভাইরাস তো আছেই। ভাইরাসের কবলে পড়েছেন সবাই। মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেন, রাজ্যের মানুষের মঙ্গল কামনার্থে এই পুজো দেওয়া। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। ভাইরাসের থেকে মুক্তি পেতে মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব বজায় রাখার সতর্কবার্তা দেন তিনি। সব খবর একসাথে

More News- পায়ে হেঁটে দিদির বাড়ি যাওয়ার পথে মোটর বাইকের ধাক্কায় আহত হলেন ৬ মাসের এক অন্তঃসত্ত্বা মহিলা

মহিলার নাম সুফেরা বিবি বয়স ৩৫ তার বাড়ি কুমারগঞ্জের ভিটা পলাশবোনা এলাকায়।

পৌরসভা নির্বাচনের আগে সোনামুখীতে বড় ধাক্কা বিজেপির

নারায়ণ সরকার, মালদা, – পায়ে হেঁটে দিদির বাড়ি যাওয়ার পথে মোটর বাইকের ধাক্কায় আহত হলেন ৬ মাসের এক অন্তঃসত্ত্বা মহিলা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পুকুরিয়া থানার কুমারগঞ্জ স্ট্যান্ডে। পরিবার সূত্রে জানা যায় আহত ওই অন্তঃসত্ত্বা মহিলার নাম সুফেরা বিবি বয়স ৩৫ তার বাড়ি কুমারগঞ্জের ভিটা পলাশবোনা এলাকায়। এদিন সকালে কুমারগঞ্জ এলাকায় তার দিদির বাড়ি যাওয়ার পথে একটি বাইকের ধাক্কায় আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন । বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

More News- মোটর বাইক নিয়ে কাজে যাওয়ার পথে কুকুরকে বাঁচাতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন ১ ব্যাঙ্ক কর্মী

নারায়ণ সরকার, মালদা :-মোটর বাইক নিয়ে কাজে যাওয়ার পথে কুকুরকে বাঁচাতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন ১ ব্যাঙ্ক কর্মী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পুরাতন মালদা থানার মির্জাপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আহত মোটরবাইক আরোহীর নাম জয়ন্ত পাল বয়স(২৫) তার বাড়ি পুরাতন মালদা থানার মুকাদিপুর কলোনি এলাকায়। জানা যায় দিন সকালে মোটর বাইক চালিয়ে কাজে যোগ দিতে যাওয়ার পথে মির্জাপুর এলাকায় কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় ওই ব্যাংক কর্মি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments