চয়ন দাস, পূর্ব মেদিনীপুর :- এগরা’য় করোনা সচেতনতা নিয়ে, এগরা থানার আই.সি মৌসম চক্রবর্ত্তী’র প্রতিক্রিয়া। এক নজরে
গত দুই বছর থেকেই দেশবাসী অতিমারি করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে।ভাইরাসের প্রকোপ এখনও স্থায়ী আছে। অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, এখনও হারাচ্ছেন। অন্যথায়, করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসায়,মানুষের মনে আতঙ্কের সীমা নেই। তৃতীয় ঢেউ আসায়, প্রশাসনের সতর্কবার্তা জারি হয় সর্বত্র এলাকায়। সেই মোতাবেক, এগরা থানার পক্ষ থেকে ভাইরাস নিয়ন্ত্রণের জন্য মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হলো। এগরা থানার “আই. সি” প্রেস মিট এ বলেন, “কোভিড ১৯ “এর থার্ড ওয়েভের যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকাকে লক্ষ করে আমাদের এগরা থানার পক্ষ থেকে, এসডিপিও এর নেতৃত্বে, এগরা থানার বিভিন্ন এলাকায় মাস্ক বিলি করে হচ্ছে। এক নজরে
মানুষকে সচেতন রাখতে , সতর্কতামূলক অভিযান, বিভিন্ন প্রোগ্রাম ও আমরা করছি। তাছাড়া, পথচারী যাঁরা মাস্ক পরেননি, তাদের মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হচ্ছে। গাড়ী চালক, যাত্রী, পথচারি সবার মাস্ক পরা বাধ্যতামূলক। আমরা বারংবার অভিযান চালিয়ে যাচ্ছি, অভিযানে বলা হচ্ছে, মাস্ক, স্যানিটাইজার ব্যাবহার করতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও অতি প্রয়োজন না হলে বাজারে আসা যাবে না। তিনি আরো বলেন, এত কিছু, প্রচার ও অভিযান চালিয়েও যদি মানুষেরা করোনা বিধি না মেনে চলে, তবে তার ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
More News- ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হলেন স্কুটিতে থাকা স্বামী, স্ত্রী ও ছেলে।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নারায়ণ সরকার, মালদা :-ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হলেন স্কুটিতে থাকা স্বামী, স্ত্রী ও ছেলে। বুধবার সন্ধ্যায় পথ দুর্ঘটনাটি ঘটে পুরাতন মালদার নারায়ণপুরে।। স্থানীয় বাসিন্দারা ওই তিন জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলের পর স্কুটিতে স্ত্রী পঞ্চমী ও ৩ বছরের ছেলেকে নিয়ে গাজোলের দিকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন ইংরেজ বাজার শহরের মহানন্দা পল্লীর বাসিন্দারা সুব্রত দে। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় নারায়ণপুরে একটি ট্রাক পেছন থেকে এসে তাদের স্কুটিতে ধাক্কা মারে। তারা তিন জনেই রাস্তার উপর ছিটকে পড়েন এবং আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পঞ্চমীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
More News- কালিয়াচকের পাগলা সেতু সংলগ্ন এলাকায় এক যুবককে বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
নারায়ণ সরকার, মালদা :- কালিয়াচকের পাগলা সেতু সংলগ্ন এলাকায় এক যুবককে বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত ওই যুবকের নাম সাহিদুল শেখ (৩৫)। তার বাড়ি বৈষ্ণবনগর থানার আঠারো মাইল এলাকায়। বাইকে করে বাড়ি ফেরার পথে পাগলা সেতুর কাছে সম্ভবত কোন গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সাহিদুলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
কল্যাণী দমকল বিভাগের আধিকারিকরা একটি ইঞ্জিন নিয়ে আসে।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং দলীয় নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলে যোগদান কর্মসূচী
নিজস্ব প্রতিনিধি নদীয়া :- হরিণঘাটা পৌরসভার অন্তর্গত পেয়ারাতলায় একটি হিরো হোন্ডামোটর বাইক শোরুমে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন।
আগুন লাগার কথা জানতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, হরিণঘাটা পৌরসভার পৌর প্রশাসক দেবাশিস বাসু। হরিণঘাটা থানার আধিকারিক ও কল্যাণী দমকল বিভাগের আধিকারিকরা একটি ইঞ্জিন নিয়ে আসে। অবশেষে একটি ইঞ্জিন এর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন এমনটাই জানান দমকল বিভাগের আধিকারিক। যদিও কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাই দমকল বিভাগের অধিকর্তারা। পাশাপাশি সময় মত আগুন নিয়ন্ত্রণ না করতে পারলে হলে হয়তো বড়োসড়ো ক্ষয় ক্ষতির সম্ভাবনা থাকতো।