Monday, January 13, 2025
- Advertisement -

সব খবর এক সাথে

- Advertisement -

নারায়ণ সরকার, মালদা :- বিএসএফের গুলিতে জখম হলেন এক বাংলাদেশি পাচারকারী। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদা জেলার হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাঙলডাঙ্গা ও ইটাঘাঁটি গ্রামের মাঝে। তবে বৃহস্পতিবার দুপুরে গুলিতে জখম ওই পাচারকারীকে উদ্ধার করে বিএসএফ প্রথমে বুলবুলচন্ডী আরএনরায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই যুবকের নাম ইউসুফ আহমেদ(২৫)। তার বাড়ি বাংলাদেশের গোমস্তাপুর থানার রুকুন্দিপুর গ্রামে। খবর এক সাথে

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বা পায়ে গুলি লেগেছে। বিএসএফের দাবি, বুধবার গভীর রাতে একদল পাচারকারী নাঙ্গলডাঙ্গা ও ইটাঘাঁটির মাঝের সীমান্ত দিয়ে গোরু পাচারের চেষ্টা করছিল। সে সময় বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে। অভিযোগ, পাচারকারীদের একাংশ বিএসএফকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়লে বিএসএফ পাল্টা গুলি চালালে ওই পাচারকারী জখম হন। বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়।

More News- চমকাইতলা থেকে দলছুট হাতির দল ঢুকলো শিহর গ্রামে আতঙ্কে ঘুম ছুটেছে ঐ এলাকার মানুষদের

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া :-47 টি হাতির একটি দল চমকাইতলা হয়ে সিহর গ্রামে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি চালানই আতঙ্কে ঘুম ছুটেছে ওই এলাকার মানুষদের। জানা যায় ওই হাতির পালটিতে 47 টি হাতি আছে। তার মধ্য থেকে চারটি শাবক হাতীও আছে। জানা যায় ওই হাতির দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে একটি হাতির দল বদনগঞ্জ এর ওপর দিয়ে সিহর অঞ্ছলের জয় কৃষ্ণপুর জয়রামবাটি খালের দিকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছে স্থানীয় মানুষ এবং বন আধিকারিক রা অপর একটি দল গোপীনাথপুর অঞ্চলের প্রতাপপুর এর দিকে তাড়ানো হয়েছে সূত্র মারফত জানা যায় বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করেছে এমনকি চাষের ক্ষেত নষ্ট করেছে বলে জানা। যায় গভীর রাত্রে অতর্কিতে হাতির এই আগমনে এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোন হতাহতের খবর নেই।

More News- পাঞ্জাবের ফিরোজপুরে কৃষক বিক্ষোভ ও তাকে কেন্দ্র করে নিরাপত্তা গাফিলতিতে পাঞ্জাবে গতকাল আটকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়।

প্রায় মিনিট কুড়ি প্রধানমন্ত্রীকে আটকে থাকতে হয় উড়ালপুলের উপরে।

মানবিক ছাতনা থানা, প্রমাণিত আরো একবার।

নিজস্ব প্রতিনিধি, নদীয়া রানাঘাট :- পাঞ্জাবের ফিরোজপুরে কৃষক বিক্ষোভ ও তাকে কেন্দ্র করে নিরাপত্তা গাফিলতিতে পাঞ্জাবে গতকাল আটকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। প্রায় মিনিট কুড়ি প্রধানমন্ত্রীকে আটকে থাকতে হয় উড়ালপুলের উপরে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রানাঘাটের রাজপথে বের হলো বিজেপির প্রতিবাদী মোমবাতি মিছিল। প্রধানমন্ত্রীর কনভয় আটকানোর জন্য বিজেপির পক্ষ থেকে পাঞ্জাবে কংগ্রেস শাসিত সরকারের গাফিলতিকেই দায়ী করা হয়েছে। আর এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ রানাঘাটের রাজপথে প্রতিবাদী মোমবাতি মিছিল বের করে বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা।মিছিলের পুরোভাগে ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়, বিজেপি রানাঘাট শহর মন্ডলীর সভাপতি মৃত্যুঞ্জয় প্রামাণিকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। এদিনের এই প্রতিবাদী মোমবাতি মিছিল রানাঘাট বিশ্বাসপাড়া বিজেপি পার্টি অফিস থেকে শুরু হয়ে রানাঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

More News- নিজস্ব প্রতিনিধি ,নদীয়া :- জলের টাঙ্কে ঘাস মারার বিষ তেল দেওয়ায় এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

ঘটনাটি নদীয়ার গয়েশপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের,। এই ওয়ার্ডে চম্পাবিশ্বাস নামে এক মহিলা পরিবারের চার সদস্য নিয়ে বাস করে,প্রত্যেক দিনের মতো গতকাল ও রাতে নিদ্রায় যায়। সকালে ঘুম থেকে উঠে মেয়ের চোখে পরে জল থেকে দুর্গন্ধ ও জলের রঙ সাদা তখনই সন্দেহ হয়। এবং প্রতিবেশীরা খবর পেয়ে আসলে জানতে পারে কে বা কারা জলের টাঙ্কে ঘাস মারার বিষ তেল ঢেলে দেয়।এর পর খবর দেওয়া হয় গয়েশপুর পুলিশ ক্যাম্পে সাথে সাথেই পুলিশ অধিকারীরা ঘটনা স্হলে আসে। তবে কেন এই ঘটনা তার তদন্ত পুলিশ করবে বলেই জানা যায়।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছরিয়ে পরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments