Monday, January 13, 2025
- Advertisement -

সমব্যাথী প্রকল্পের টাকা আর্তদের হাতে তুলে দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।

- Advertisement -

Tv20 Bangla:- মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যেভাবে মানুষকে সহযোগিতা করে চলেছে, ঠিক সেরকমই দুঃস্থ মানুষদের পরিবারের লোকজনের মৃত্যুর পর ক্রিয়াকর্মাদি, করার জন্য সমব্যাথী প্রকল্পের সূচনা করেন। আর তাতেই অনেক অসহায় পরিবার সেই প্রকল্পের আওতায় এসে উপকৃত হয়েছেন। সেরকমই নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতে সমব্যাথী প্রকল্পের টাকা অসহায় পরিবারের হাতে তুলে দিলেন, শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আজ সাতসকালেই বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়ে, আর্ত পরিবারের হাতে সমব্যাথী প্রকল্পের টাকা তুলে দিলেন তিনি। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা ধারা এবং পঞ্চায়েতের অন্যান্য আধিকারিক গন।

সমব্যাথী প্রকল্পের টাকা আর্তদের হাতে তুলে দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।

MORE NEWS – বিষ্ণুপুর রেল লাইনের ধার থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- বিষ্ণুপুর রেল লাইনের ধার থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ।বিষ্ণুপুর পৌরসভার ষোল নম্বর ওয়ার্ডের লাইট হাউস মোড় সংলগ্ন এলাকায় রেললাইনের ধারে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল। সোমবার সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর আরপিএফ ও বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও মৃত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। CONTINUE READING

MORE NEWS – আধুনিকীকরণের জোয়ারে হারিয়ে যেতে বসেছে সাবেকি বাঁশের শিল্প।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- আধুনিকীকরণের জোয়ারে হারিয়ে যেতে বসেছে সাবেকি বাঁশের শিল্প। তার সঙ্গে চীন থেকে আমদানি করা প্লাস্টিকের জিনিস এই শিল্পকে আরো স্তব্ধ করেছে। একসময় বাঁশের তৈরি ঝুড়ি কুলো সহ ঘর সাজানোর সামগ্রী তৈরি করে ভালোই সংসার চলতো এই শিল্পীদের। কিন্তু কালের স্রোতে বর্তমানে এই জায়গা নিয়ে বসেছে প্লাস্টিকের সামগ্রী। তার মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় ঝুড়ি থেকে কুলো সবই। তাই জীবন-জীবিকায় টান পড়েছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার শাশপুরের হলদিপাড়ার ডোম সম্প্রদায়ের মানুষদের। একসময় বংশপরম্পরায় তারা এই বাঁশের তৈরি সামগ্রী বিক্রি করে সংসার চালাতেন। সেইসব বাঁশের ঝুড়ি কুলোর চাহিদা ছিল ভালোই। CONTINUE READING

হাঁসখালি কাণ্ডে নয়ামোড়, এফআইআরে রয়েছে নির্যাতিতার বাবা ও জ্যাটতুতো দাদার নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments