Saturday, December 7, 2024
- Advertisement -

সম্পর্কের টানাপড়েনে, প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকের, ভাইরাল ভিডিও।

- Advertisement -

নারায়ণ সরকার, মালদা, ০৩ মে:- মুর্শিদাবাদের বহরমপুরে খুন মালদহের ইংরেজ বাজার শহরের তৃতীয় বর্ষের কলেজ ছাত্রীর। জানা গেছে, বহরমপুরের গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী (২১) পড়াশোনার জন্য বহরমপুর গোরাবাজার এলাকায় একটি মেসে থাকতো। সোমবার সন্ধ্যা নাগাদ ওই ছাত্রী শপিং মলের যাওয়ার জন্য সে মেস থেকে বের হলে এরপরই আচমকাই আততায়ী প্রাক্তন প্রেমিক তার ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। এরপরই সেই ধারালো অস্ত্র দিয়ে ক্রমাগত একের পর এক পিঠে, বুকে ও গলায় কোপাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তাদের সামনেই আততায়ী যুবক কথা বলতে বলতে মোবাইল ফোন বের করে দেখে মনে হয় যেন কিছুই হয়নি এরপর আবার ধারালো অস্ত্র দিয়ে পিঠে কোপাতে শুরু করে। প্রায় ১৫ মিনিট ধরে ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখে এবং স্থানীয়দের সেখানে বাধা দেওয়ার জন্য নকল পিস্তল দিয়ে ভয় দেখিয়ে ছিল ওই যুবক বলে অভিযোগ। সম্পর্কের,সম্পর্কের

সম্পর্কের টানাপড়েনে, প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকের, ভাইরাল ভিডিও।

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ তীর্থধাম অক্ষয় তৃথী উপলক্ষে উচ্ছে পড়া ভিড় জল্পেশ মন্দির চত্বরে।

জন্মদিনে ছাতা প্রদানের মাধ্যমে প্রখর রৌদ্র এবং বৃষ্টির হাত থেকে বিশেষভাবে সক্ষমদের রক্ষা করার উদ্যোগ সমাজকর্মীর।

তারপরেই ধৃত যুবক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে, রক্তাক্ত কলেজ ছাত্রীকে তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, ভাইরাল ভিডিও দেখে মুর্শিদাবাদ জেলা পুলিশ দ্রুত সর্তকতা অবলম্বন করেছিল ফলে গোটা জেলা জুড়ে নাকা চেকিংয়ের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছিল। প্রায় সাড়ে ১০ টা নাগাদ ধৃত যুবককে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রী সুতপা চৌধুরী বাড়ি মালদহের ইংরেজ বাজারের ২৮ নং ওয়ার্ডের এয়ারভিউ কমপ্লেক্স এলাকায়। ওই যুবতীর সঙ্গে স্কুলজীবনে দীর্ঘ বছরের প্রেম ছিল তাদের। মালদা শহরের এয়ারভিউ কমপ্লেক্স এলাকায় যুবতীর পাশের বাড়িতে ওই যুবক পিসির বাড়িতে থাকতেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধৃত যুবকের নাম সুশান্ত চৌধুরী (২৩)। বাড়ি মালদা থানার বলরামপুর এলাকায়। এই মর্মান্তিক খুনের ঘটনা নিয়ে পুরোপুরি ভাবে তদন্ত শুরু করেছে মালদা ও মুর্শিদাবাদ জেলা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments