সরকারি জমি থেকে অবৈধভাবে গাছ কাটার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করলো নদীয়ার ধানতলা থানার পুলিশ
মাধব দেবনাথ,নদিয়া
গোপন সূত্রে খবরের ভিত্তিতে নদীয়ার ধানতলা থানার পুলিশ ধানতলা থানা এলাকার কামালপুর গ্রাম পঞ্চায়েতের দুউলা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে রানাঘাট দত্তফুলিয়া রাস্তার পাশে পিডব্লিউডি জমিতে থাকা গাছ অবৈধভাবে কাটার অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া পাঁচজনের নাম গৌরাঙ্গ বিশ্বাস, বকুল বিশ্বাস,সঞ্জয় বিশ্বাস,বুধো দাস, বাহার আলি মোল্লা। পুলিশ সূত্রে খবর ধৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পর ধৃতরা কোনরকম ভাবে সরকারি জমিতে গাছ কাটার কোন অনুমতি দেখাতে পারেনি। সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ।