সরকারি বিদ্যালয়ের ভেতর থেকে দুটি বিষধর গোখরো সাপ ও প্রচুর সংখ্যক ডিম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
মাধব দেবনাথ,নদিয়া
সরকারি বিদ্যালয়ের ভেতর থেকে বিষধর গোখরো সাপ এবং প্রচুর সংখ্যক ডিম উদ্ধারকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার এসএসকে বিদ্যালয়ে। জানা যায় ওই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যাটা কম নয়,, প্রতিদিনই চলে পঠন পাঠন,, কিন্তু হঠাৎ বিষধর গোখরো সাপ দেখতে পাই স্থানীয়রা, এরপর বনদপ্তরকে খবর দিলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপ দুটি উদ্ধার করার মধ্য দিয়ে খুঁজে পাই প্রায় ১৭ টি সাপের ডিম।
স্বভাবতই বিষধর গোখরো সাপ ও একসাথে এতগুলি ডিম উদ্ধারের পরে আতঙ্ক সৃষ্টি হয় এলাকার মানুষের মধ্যে। স্থানীয়দের দাবি বিদ্যালয়টি অপরিচ্ছন্ন, সেই কারণে সাপের বাসা তৈরি হয়েছে। বিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি বিদ্যালয়ের পরিছন্নতা বজায় রাখে তাহলে সাপের উপদ্রব হতো না।