Monday, January 13, 2025
- Advertisement -

সরকারী স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ব়্যাগিং করার অভিযোগ উঠল নবম ও দশম শ্রেণীর ছাত্রীর বিরুদ্ধে

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা :- ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ব়্যাগিং করার অভিযোগ উঠল নবম ও দশম শ্রেণীর ছাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়। স্কুলে অন্যান্য ছাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ফের ব়্যাগিং এর শিকার মেদিনীপুরের নামি সরকারি স্কুল অলিগঞ্জ ঋষি নারায়ণ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। অভিযোগের তীর নবম ও দশম শ্রেণির একাংশ ছাত্রী। বুধবার নির্যাতিতা ছাত্রীর বাবা-মা এবং আরও কয়েক ছাত্রীর অভিভাবক-অভিভাবিকারা প্রধান শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হন। নির্যাতিতার মায়ের অভিযোগ ” আমার মেয়েকে দিয়ে উঁচু ক্লাস এর কয়েকজন ছাত্রী তাদের শ্রেনীকক্ষে নিয়ে গিয়ে গা হাত পা টেপাতো,জল আনা এসব কাজ করাতো। মোবাইলে গান চালিয়ে নাচতে বলত, কিন্তু আমার মেয়ের একটু শারীরিক সমস্যা রয়েছে, সে যখন নাচতে চাইত না তখন তাকে ছাদে নিয়ে গিয়ে ছুরি দিয়ে ভয় দেখাত।”

স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা গোস্বামী বলেন বিষয়টা তারা দেখছেন এবং তিনি এও বলেন যে ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে ছাত্রীটিকে নিয়ে অভিযুক্ত ছাত্রীর খোঁজে গিয়েছিলেন কিন্তু ছাত্রীটি চিহ্নিত করতে পারেনি কারণ ছাত্রীর মতে তারা মাস্ক পরে থাকতো। গোটা পরিস্থিতিতেই নীচু শ্রেণীর ছাত্রীরা আতঙ্কিত এবং অনেকেই স্কুলে যেতে চাইছেনা।

প্রশ্ন উঠছে ক্লাসে কেনই বা ফোন ও চুরি নিয়ে ঢুকতে পারছে ছাত্রীরা? ঘটনার জেরে স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষিকা নড়ে চড়ে বসেন এবং জরুরি বৈঠক ডেকেছেন এবং অভিযুক্তকে যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করতে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিভাবকদের দাবি মতোই গোটা স্কুল জুড়ে সিসিটিভি লাগানোর পরিকল্পনাও করেছে স্কুল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments