Wednesday, December 4, 2024
- Advertisement -

সরিষা ২৪৬ মোড়ে অত্যন্ত মর্যাদার সাথে ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস পালিত হলো 

- Advertisement -

 

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার :- সারা রাজ্যের পাশাপাশি ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে সরিষা ২৪৬ মোড় তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে অত্যন্ত মর্যাদার সাথে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম প্রয়াণ দিবস পালিত হলো। ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল‍্যদান করে এই দিনটি পালিত হয়। মাল‍্যদান করেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,ব্লক২ কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক,ব্লক২ পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস প্রমানিক,ব্লক২ শমীক সংগঠনের সভাপতি হাসিবুল,ব্লক২ মৎসের কর্মাধ্যক্ষ মইদুল মোল্লা, বড়জান,অরিন্দম ঘোষ সহ তৃনমূল কংগ্রেসের আরও অন্যান্য কর্মী সমর্থকরা। অরুময় গায়েন বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান এর পাশাপাশি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মূর্তিতেও মাল্যদান করে সম্প্রীতির বার্তা দেওয়া হয়।তিনি আরও বলেন ২২শে শ্রাবণ কথাটা শুনলেই আমরা বিশেষ করে বাঙালি মন উদ্বেলিত হয়ে ওঠে। নানাভাবে আমরা কবিকে স্মরণ করি,শ্রদ্ধা জ্ঞাপন করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments