Friday, December 6, 2024
- Advertisement -

সাংসদ মহুয়া মৈত্র কে গোয়ার সংগঠনের দায়িত্ব দিলো তৃণমূল কংগ্রেস

- Advertisement -

পশ্চিমবঙ্গের বাইরে ক্ষমতা বিস্তার করতে ত্রিপুরা ও গোয়া বিধান সভাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। গোয়ার বিধানসভা ভোটে তৃণমূলের লড়াই পরিচালনার দায়িত্ব দেওয়া হলো কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। আজ তৃণমূল কংগ্রেসের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছে, “মাননীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার আসন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছেন। তৃণমূলের তরফেও সেই ভাবনা রাখা হচ্ছে। সেই অনুযায়ী কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, গোয়া ইউনিটের প্রধান করা হলো।” সাংসদ মহুয়া মৈত্র

সাংসদ মহুয়া মৈত্র কে গোয়ার সংগঠনের দায়িত্ব দিলো তৃণমূল কংগ্রেস

সিভিলপুলিশ ও হেলথ দপ্তরের যৌত উদ্যোগে আজ ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে করোনা সচেতন সহ একাধিক বিষয় নিয়ে সচেতন মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়

তৃণমূলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গতকাল দুর্গাপুরে রানওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন, আজ তার সাথে সৌজন্য সাক্ষাতকার করলেন বাঁকুড়া বিধায়ক নীলাদ্রি শেখর দানা

আজ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সৈয়দ কুলুট গ্রামের ১২ ক্লাসের ছাত্রী সুইটি খাতুন নামে ১৭ বছরের এক কিশোরী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে

More News – মালদহের হরিশ্চন্দ্রপুরে আবার শিয়াল হানা, গুরুতর আহত ৪, কৃষকের মারে মৃত্যু এক শিয়ালের

নারায়ণ সরকার, মালদা :-মালদহের হরিশ্চন্দ্রপুর আবার শিয়াল হানার ঘটনা ঘটলো। এদিনের এই ঘটনার জেরে আহত হয়েছে ৪ জন কৃষক। এমনিতেই গত কয়েকদিনে হরিশ্চন্দ্রপুর জুড়ে শেয়াল হানার ঘটনার জেরে আতঙ্কে গোটা এলাকায়। এরই মধ্যে আবার একই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে খবর হরিশ্চন্দ্রপুর থানা এলাকা সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ডহরা এলাকায় শুক্রবার সকালে ধান কাটতে যান এলাকার কৃষক আয়নাল হক (৫৮), মাসিরুল হক (১৮), রবিউল ইসলাম (২৪)। ধান কাটার সময় অতর্কিতে জমি থেকে শেয়াল বেরিয়ে এই তিন জনের উপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালের সংখ্যা বেশ কয়েকটি ছিল। শিয়ালের হানায় গুরুতর জখম হন কৃষক আয়নাল হক ও তার ছেলে মাসিরুল হক এবং প্রতিবেশী রবিউল ইসলাম। এদের তিন জনের শরীর থেকে মাংস খুবলে নেয় শিয়ালের পাল। গ্রামবাসীরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক থাকায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments