Friday, December 6, 2024
- Advertisement -

সাইকেলের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ আহত ২। 

- Advertisement -

চয়ন দাস, পূর্ব মেদিনীপুর:- আজ সন্ধ্যায় এগরা জীবন জ্যোতি নার্সিং হোমের সামনেই সাইকেলের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ।সাইকেল এর সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে টোটোর যাত্রী পড়ে যান নিচে।সেই সঙ্গে সাইকেল চালক ও এসে পড়েন নিচে। কিন্তু টোটো চালক সময় পেয়ে চম্পক দিয়েছে। সাংঘাতিক এই অ্যাকসিডেন্ট এলাকায় নজর কেড়েছে। উল্লেখ্য,যাত্রীদের মধ্যে একজন সাংঘাতিক আহত হয়েছেন সঙ্গে সাইকেল আরোহী ও রয়েছেন। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে।পুলিশ এসে আহত টোটো যাত্রী ও সাইকেল আরোহীকে উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যাডমিট করান। আহত ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় ও অন্যজন হলেন পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা।বর্তমান আহত দুই ব্যাক্তি চিকিৎসাধীন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।টোটো চালকের বর্তমান কোনো খবর মেলেনি।কিন্তু,সাংঘাতিক ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।

সাইকেলের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ আহত ২।

MORE NEWS – দাবদাহ কে উপেক্ষা করে, দেড় কিলোমিটার ডন্ডি দিয়ে মা শীতলা পুজো দিলেন ভক্তরা লছিপুরে।

কাজল মিত্র ,পশ্চিম বর্ধমান:- বৈশাখ মাসের তীব্র রৌদ্র কে উপেক্ষা করে অর্থ্যাৎ প্রচন্ড দাবদাহের মধ্যে প্রায় দেড় কিলোমিটার সড়ক পথে ডন্ডি দিয়ে মা শীতলা পুজো করলেন ভক্তরা। দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত লছিপুরের। মন্দিরের সংস্থাপক দিলীপ কুমার মিশ্রা বললেন যে প্রত্যেক বছরের মত এই বছরও লছিপুর এলাকার শতাধিক ভক্তরা মা শীতলা মন্দিরে কলশ স্থাপন করে পাসের এক পুকুর থেকে স্নান করে প্রায় দেড় কিলোমিটার ডন্ডি দিয়ে মায়ের পুজো করেন এবং ভক্তদের মনকামনা পূর্ণ হয়। CONTINUE READING

MORE NEWS – ফাঁকা বাড়ির সুযোগে দিনদুপুরে চুরির ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর হরিপুর গ্রামে।

পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান:- বাড়িতে না থাকার সুযোগে দিনদুপুরে চুরি ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর থানার হরিপুর গ্রামে। প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে চোরেরা বলে অভিযোগ বাড়ির সদস্যদের।
বাড়ির সদস্যা চম্পা দে জানান একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন পরিবারের সকল সদস্যরা। তার এক ভাইপো বাড়ি ছিল। ভাইপো- র হোটল থাকায় বেলা ১১টা নাগাদ বাড়িতে তালা দিয়ে চলে যায়। CONTINUE READING

Jitendra Tewary রাজনৈতিক মহলে ভিন্নসুরে জিতেন্দ্র তিওয়ারির টুইট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments