মেহে বুব মাসুম মুর্শিদাবাদ :- আজ ৪ই নভেম্বর বৃহস্পতিবার প্রতি বছরের ন্যায় এ বছরও সাগরদিঘী থানা পাড়া কালী পূজো মণ্ডপে, শুভ দীপাবলি উৎসবের আয়োজন হয় জাঁকজমক পূর্ণ ভাবে। সম্পূর্ণ কোভিড বিধি মেনেই কালীপূজো উৎসব পালিত হয়। এদিন দীপাবলি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী সুব্রত সাহা, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরদিঘী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুরজিৎ চ্যাটার্জী, সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত ওসি শ্রী সুমিত বিশ্বাস, সাগরদিঘী ব্লক যুব সভাপতি কিসমত আলী, সুমন শরীফ প্রমুখ। এদেন অনুষ্ঠানে সকল অথিতিরা শুভ দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা জানান।
সাগরদিঘী থানাপাড়া কালী পূজো মণ্ডপে দীপ জ্বেলে পূজো উদ্বোধন করলেন মন্ত্রী সুব্রত সাহা
More News- বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে রাস্তায় কালী পুজোর ঠাকুর দেখতে আসা দর্শার্থীদের মাস্ক বিতরণ
প্রতিনিধি নিশীথ দাস উত্তর 24 পরগনা:- বৃহস্পতিবার কালী পুজোর সন্ধায় বারাসাত চাপাডালি মোড়ে পুলিশ চালাচ্ছে সচেনতা প্রচার বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে রাস্তায় কালী পুজোর ঠাকুর দেখতে আসা দর্শার্থীদের মাস্ক পরিয়ে সচেতন করতে দেখা গেলো বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে , তবে প্রশাসনের ক্রমাগত প্রচারের পরও সাধারণ মানুষ এর এখনো সচেতনতা ফেরেনি এই বিষয় সন্ধেও নাই Continue Reading
WB Madhymik Exam পরীক্ষার্থীকে স্কুলে পৌঁছে দিয়ে মানবিকতার নজির গড়ল রামপুরহাট থানার পুলিশ
দীর্ঘ কয়েক মাস পর পুনরায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খুলল তৃণমূল কর্মী সমর্থকরা
More News- শুভ দীপাবলিতে পাত্রসায়রের কাকর ডাঙ্গা মোড় এলাকায় CI অফিসের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার
প্রতিনিধি সঞ্জীব মল্লিক, সৈয়দ মফিজুল হোদা বাঁকুড়া : -বাঁকুড়া জেলায় বেশ কয়েকটি থানা আই সি থানায় রুপান্তরিত হয়েছে। সেই তালিকায় রয়েছে সোনামুখী থানা। সোনামুখী থানা ও সি থেকে আই সি থানায় পরিনত হয়েছে। সেখানেই ছিল ইন্দাস, পাত্রসায়ের ও সোনামুখী থানা নিয়ে সার্কেল ইনেক্সপেক্টরের অফিস। বর্তমানে সার্কেল ইনেক্সপেক্টরের দায়িত্বে আছে ইন্দাস ও পাত্রসায়ের থানা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাকর ডাঙ্গা মোড় এলাকায় C I অফিসের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। খুশির হাওয়া পাত্রসায়র ও Continue Reading