প্রতিনিধি আইয়ুব আলী, মুর্শিদাবাদ:- ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সাগরদিঘির মহিপাল এলাকায়। মৃতের নাম সিনারুল সেখ। বয়স ২০ বছর। বাড়ি সাগরদিঘির মহিপাল নতুনপাড়া এলাকায়।জানা যায়, শনিবার রাতে নব্দ্বীপ ধাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ওই যুবকের। এর ফলে সিনারুলের দেহ টি দুই খন্ড হয়ে যায় এবং ঘটনাস্থলেও মারা যায় ওই যুবক।পরবর্তীতে রেল পুলিস দেহ উদ্ধার করে নিয়ে যায় এবং খবর দেওয়া হয় পরিবারের লোকদের। আজ রেল পুলিসের তরফ থেকে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর সিনারুলের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পেশায় রাজমিস্ত্রী এই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। সাগরদীঘি
সাগরদীঘি ট্রেনের ধাক্কায় মারা গেলে এক যুবক
সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিলে হাতে তুলে নিতে হবে তৃণমূলের ঝাণ্ডা, এমনই অডিও ভাইরাল তৃণমূল নেতার ।
More News – রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার ১২ জন
প্রতিনিধি জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ রাজ্য স্তরে কিক বক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারাম পুরের ১২ জন অংশগ্রহণ করতে চলেছে। প্রসঙ্গত, চলতি মাসের আগামী ১৩ ও ১৪ তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়ির উডরেজ ইন্টারন্যাশনাল স্কুলে এই রাজ্য স্তরের দু দিনব্যাপী কিক বক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। পাশাপাশি জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত মোট ১২ জন কিকবক্সিং এর প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। যাদের মধ্যে বিভিন্ন বয়সের বিভিন্ন ওজনের অনুপাতে এই কিকবক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। জানা গেছে, মোট ওই 12 জন প্রতিযোগীর নাম যথাক্রমে জয় কাটোয়া, হিমেশ রায়, আকাশ সরকার, নিতাই সরেন, দেবস্মিতা পাল, জুই বালা রায়, সেন সরকার, দেব দাস, কনক রায়, শুভঙ্কর রায়, কেয়া রাজবংশী, সায়ক ব্যানার্জি, যাদের মধ্যে অনেকেই নাবালক-নাবালিকা এবং প্রাপ্তবয়স্ক রয়েছে। এরা প্রত্যেকেই গঙ্গারামপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। Continue Reading