Monday, January 13, 2025
- Advertisement -

সাত সকালেই ফাটল বনগাঁ রেল লাইনে 

- Advertisement -

সাত সকালেই ফাটল বনগাঁ রেল লাইনে

নিউজ ডেস্ক :- প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঠিক সময় ট্রেন থামানো হয়েছিল বলেই বিরাট বিপর্য থেকে রক্ষা পেলো বনগাঁ লোকালের বহু মানুষ। প্রতিদিন বনগাঁ লাইনে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেই বনগাঁ স্টেশনে ঢোকার মুখেই রেললাইনে দেখা গেল ফাটল। বেশ কিছুক্ষণ ধরে রেল চলাচল বন্ধ রয়েছে। বনগাঁ স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়ছে না। উল্টোদিক থেকেও ঢুকছে না কোনও ট্রেন। দ্রুত গতিতে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে খবর, সকালে স্টেশনে ঢোকার মুখে রেললাইনে ফাটল চোখে রেলকর্মীদের। সকাল ৯টা ৫০ মিনিটে মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় সারানোর কাজ। তার পর থেকে আর কোনও ট্রেন যাওয়া-আসা করেনি। স্বাভাবিক কারণেই বিরাট সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। বনগাঁ স্টেশনে ভিড় বেড়ে চলেছে।

যাত্রী সুরক্ষার কথা চিন্তা করে আপ ও ডাউন – দু’দিকের ট্রেনিং বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ। কত সময় লাগবে এই মেরামতির জন্য তা তারা স্পষ্ট করতে পারে নি। অন্য দিকে, ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বনগাঁ-শিয়ালদহ লাইনের যাত্রীরা অসুবিধায় পড়েছেন। অনেকে ট্রেনের আশা ছেড়ে যশোর রোড দিয়ে বাসে উঠছেন অথবা অ্যাপনির্ভর ক্যাব ভাড়া করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments