Tuesday, March 25, 2025
- Advertisement -

সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষা কে কেন্দ্র করে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের 49 জন পরীক্ষার্থী কে উৎসাহ দিতে তুলে দেয়া হলো পরীক্ষা সামগ্রী।

- Advertisement -

মাধব দেবনাথ, নদীয়া:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হোম সেন্টার চালু করেছেন, অর্থাৎ পরীক্ষার্থীরা এবার নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা দেবে। আর তাই জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পরীক্ষা সামগ্রী দিয়ে সংবর্ধনা জানাতে দেখা গেল শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিন্দাবন প্রামাণিক কে। এদিন সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের 49 জন পরীক্ষার্থীর হাতে পরীক্ষা সামগ্রী তুলে দিলেন তিনি, তার সাথে সাথে তাদেরকে ভবিষ্যতে আরও বড় হওয়ার আশীর্বাদ করলেন। স্বভাবতই পরীক্ষার আগে পরীক্ষা সামগ্রী হাতে পেয়ে যথেষ্টই উৎসাহিত হয়ে উঠেছে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। সামনে উচ্চ মাধ্যমিক ,সামনে উচ্চ মাধ্যমিক

তবে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিন্দাবন প্রামাণিক জানান এটি নতুন কোনো কার্যক্রম নয় মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা প্রতিবছরই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এরকম কার্যক্রম করে থাকেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান দলীয় কার্যক্রম করতে পতাকার দরকার পড়ে না মানুষের উৎসাহ এবং সহযোগিতা একান্ত কাম্য, এবং মানুষের জন্য কাজ করতে গেলে কোন পদ বা পতাকার প্রয়োজন হয় না। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এহেন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে পরীক্ষার্থীর অভিভাবকেরা।

সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষা কে কেন্দ্র করে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের 49 জন পরীক্ষার্থী কে উৎসাহ দিতে তুলে দেয়া হলো পরীক্ষা সামগ্রী।

MORE NEWS – জনবহুল এলাকায় আগ্নেযাস্ত্র ঠেকিয়ে হুমকি দিলো এক ব্যবসায়ীকে দুষ্কৃতীরা৷

নিশীথ দাস,বারাসাত, উত্তর ২৪ পরগনা:- ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে আগ্নেযাস্ত্র ঠেকিয়ে হুমকি দিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্রকরে বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঁচপুকুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার কথা জানাজানি হতেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মধ্যমগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় মানুষ ও তৃণমূল নেতৃত্ব। আক্রাল্ত ব্যবসায়ী লতিফ বিশ্বাস বলেন, একটি বাইকে করে দুই দুষ্কৃতী এসে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আমার সহযোগী রফিকুল ইসলামের খোঁজ করে। ও কোথায় বল আমি না বলায় আমাকে মারধর করে চম্পট দেয়।মধ্যমগ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঁচপুকুর এলাকায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় দুষ্কৃতীরা।মাথায় হেলমেট পরে থাকায় দুষ্কৃতীদের চিনতে পারেনি আক্রান্ত ব্যক্তি। CONTINUE READING

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments