Tuesday, March 25, 2025
- Advertisement -

সায়নী ঘোষের গ্রেফতারে, বিক্ষোভ মিছিল সাগরদিঘীতে

- Advertisement -

মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- ২২শে নভেম্বর সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘীতে বিক্ষোভ মিছিল হয়েগেলো বিকেল ৪টা নাগাদ, উল্লেখ্য ত্রিপুরায় গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে এবং পশ্চিমবঙ্গ রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃ বৃন্দের শারীরিক নিগৃহের প্রতিবাদে ধিক্কার মিছিলে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন  মন্ত্রী মাননীয় শ্রী সুব্রত সাহা  মহাশয়, সাগরদিঘী ব্লক যুব সভাপতি কিসমত আলি, মোঃ নেজামুদ্দিন, সয়েবুর সেখ সহ বহু নেতৃত্ববৃন্দ। এ দিন মন্ত্রী সুব্রত সাহা বলেন সায়নী ঘোষের গ্রেফতারের বিরুদ্ধে এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে বি জে পি সরকারের নোংরা রাজনীতির বিরুদ্ধেই মূলত এই প্রতিবাদ মিছিল। ত্রিপুরার প্রতিটি কোণে তৃণমূল কংগ্রেসের বীজ রোপণ করার এবং ত্রিপুরার জনগণকে স্বাধীনতা, শান্তি ও সার্বভৌমত্বের সঠিক পথ দেখানোর অঙ্গীকার করছি। আমরা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার আসন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করছি।

সায়নী ঘোষের গ্রেফতারে, বিক্ষোভ মিছিল সাগরদিঘীতে

Election campaign প্রচারে বেরিয়ে বিরোধী প্রার্থীর বাড়িতে গেলেন তৃণমূল প্রার্থী হাসিবুর রহমান

More News – যাত্রীদের কথা ভেবে আবার দীর্ঘ দিন পরে কলকাতা মেট্রোয় ফিরছে টোকেন পরিষেবা

নিশীথ দাস কলকাতা দমদম :- নর্থ–সাউথ এবং ইস্ট–ওয়েস্ট দুই মেট্রোতেই নতুন করে আবার টোকেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। করোনা অতিমারির কারণে এই টোকেন পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। কলকাতা মেট্রো রেলের তরফ থেকে জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর বৃহস্পতিবার থেকেই মেট্রোর প্রতিটি কাউন্টারে মিলবে সেই পুরনো টোকেন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। Continue Reading

More News – হঠাৎ খাদ্যে বিষক্রিয়া অসুস্থ ৮০ জন শিশু ভরতপুর থানার আমলায় অঞ্চলে

আইয়ুব আলী, ভরতপুর :- মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার আমলাই অঞ্চলের আমলাই, জোড়গাছি, ভালুইপারা, বাটিপাড়া ৮০ জন ( আশি জন শিশু ) হঠাৎ খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে. সকল শিশু দেরকে ভরতপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় পরে তাদেরকে কান্দি মহকুমা হাসপাতাল রেফার করা হয়। কিছু শিশুর শারীরিক অবস্থা খারাপ হলে তাদেরকে কান্দি রেফার করেছে। কিছু শিশু ভরতপুর হসপিটালে এখনো পর্যন্ত আছে, কিছু সূত্র মাত্র খবর পাওয়া যায় যে একজন ফেরিওয়ালা গামে গামে মিহিদানা মিষ্টি বিক্রি করে. সেই মিহি দানা মিষ্টি খেয়ে শিশুর অসুস্থ হয়ে পড়ে পাড়ায় Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments