Wednesday, December 4, 2024
- Advertisement -

সারা ভারত কৃষক সভা ও খেতমজুর পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে দোমোহানি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দিল ।

- Advertisement -

কাজল মিত্র আসানসোল  :- সোমবার সারা ভারত কৃষক সভা ও খেতমজুর পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে দোমোহানি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দিল ।এদিন একটি রেলি বার করে রেলিটি দোমোহনী বাজার থেকে শুরু হয়ে দোমাহানী গ্রাম পঞ্চায়েতে কার্যালয় যাই সেখানে পঞ্চায়েতের প্রধান রুমা সিংয়ের হাতে এই
স্মারকলিপি তুলে দেয়া হয় । মূলত বিভিন্ন দাবী নিয়ে এই স্বারক লিপি প্রদান ।যার মধ্যে প্রধানত ১০০ দিনের কাজ,
বিধবা ভাতা ,বার্ধক্য ভাতা, পানীয় জলের সমস্যা, রাস্তা সংস্কার,সহ আসল যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবার তারা সেই আবাস যোজনা পাচ্ছেনা ,রেশন দুর্নীতি যেমন বহু রেশন কার্ডে । বড়লোকের বিপিএল তালিকা ভুক্ত হয়ে গেছে ।দোমোহানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঠিকমতো জল সরবরাহ হচ্ছে না ,প্রধানমন্ত্রী আবাস যোজনা ঠিকমত গরিব মানুষের পাচ্ছে না।এইসব দাবি নিয়েই স্বারক লিপি প্রদান করা হল। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান কৃষক সভার সম্পাদক প্রিয়ব্রত সরকার, বাইসী মাড্ডি,শিবচরন হাঁসদা শ্যামল মাঝি,শীতল রায়,শেখ শফিক সহ আরো অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments