Tv20 Bangla:- সারা রাজ্যের সাথে সাথে বাঁকুড়া জেলাতও আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা সাময়িক ভীতির সাথে সাথেও উৎসাহ নিয়ে হাজারো হাজার পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়।আর এই পরীক্ষার্থীদের উৎসাহ যোগাতে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলও ও তৎপর। আজ এরকমই এক দৃষ্টান্ত চোখে পড়লো বাঁকুড়া জেলার ইন্দাসে।ইন্দাস ব্লকের শান্তাশ্রম হাইস্কুলে ইন্দাস থানার উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল ও একটি করে কলম প্রদান করা হলো।পরীক্ষার প্রথম দিনে ইন্দাস থানার পুলিশ প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এরই পাশাপাশি সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকেও নজর রেখেছে স্থানীয় প্রশাসন। ইন্দাস থানার এই ধরনের উদ্যোগে সাধুবাদ সাধুবাদ জানিয়েছেন সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। প্রশাসন প্রশাসন যদি এইভাবে ছাত্র-ছাত্রীদের পাশে থাকে তাহলে পরবর্তী পরীক্ষার্থীদের মনোবল বাড়বে বলে আশা করা যাচ্ছে।
সারা রাজ্যের সাথে সাথে বাঁকুড়া জেলাতও আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
MORE NEWS – সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষা কে কেন্দ্র করে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের 49 জন পরীক্ষার্থী কে উৎসাহ দিতে তুলে দেয়া হলো পরীক্ষা সামগ্রী।
মাধব দেবনাথ, নদীয়া:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হোম সেন্টার চালু করেছেন, অর্থাৎ পরীক্ষার্থীরা এবার নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা দেবে। আর তাই জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পরীক্ষা সামগ্রী দিয়ে সংবর্ধনা জানাতে দেখা গেল শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিন্দাবন প্রামাণিক কে। এদিন সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের 49 জন পরীক্ষার্থীর হাতে পরীক্ষা সামগ্রী তুলে দিলেন তিনি, তার সাথে সাথে তাদেরকে ভবিষ্যতে আরও বড় হওয়ার আশীর্বাদ করলেন। স্বভাবতই পরীক্ষার আগে পরীক্ষা সামগ্রী হাতে পেয়ে যথেষ্টই উৎসাহিত হয়ে উঠেছে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। CONTINUE READING
মুর্শিদাবাদের পর এবার দাসপুরের রাজমিস্ত্রির সঙ্গে পালতে গিয়ে পুলিশের হাতে নাতে ধরা পড়লো গৃহবধূ।
বৃহস্পতিবার ষষ্ঠ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো লক্ষীপুর অঞ্চলে
কাছের লোককে পাট্টা পাইয়ে দেওয়ার অভিযোগে উত্তাল রাইপুর বিডিও অফিসে।