কাজল মিত্র :- পার্থ চ্যাটার্জির গ্রেপ্তারের পরে টেট কেলেঙ্কারিতে আরো যারা যুক্ত তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সালানপুর থানায় তুমুল বিক্ষোভ বিজেপির যুব মোর্চার।পাশাপাশি লিখিত স্মারকলিপি দেওয়া হলো সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাতি ও এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জীর হাতে।এইদিন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি সন্তোষ মুখার্জী বলেন তৃণমূল চুরি ছাড়া কিছু জানে না।তারই প্রমান রাজ্য বাসী কাল পেয়ে গেছে।পার্থ চ্যাটার্জীর সঙ্গিনীর বাড়ি থেকে নগদ ২০কোটি টাকা উদ্ধার।তার মানে হলো টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে।আর আমাদের দৃড় বিশ্বাস এতে শুধুমাত্র পার্থ বাবু নেই এই দুর্নীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত।কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেন তৃণমূল মানে তিনি তাকে ছাড়া কেউ কিছু করতে পারে না।