Friday, December 6, 2024
- Advertisement -

সালানপুর ব্লকে ধুমধাম করে পালিত হলো 75 তম স্বাধীনতা দিবস

- Advertisement -

 

কাজল মিত্র,  টিভি২০ বাংলা :- আজ স্বাধীনতা দিবস।গোটা দেশজুড়ে যথাযথ সম্মানের সঙ্গে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস।

সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হল।এদিন বারাবনি বিধান সভার যুব নেতা মুকুল উপাধ্যায় ও সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ আরমান ,সাধারণ সম্পাদক ভোলা সিং,ও পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি সকলে মিলে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।পাশাপাশি এলাকার
১০৬টি ক্লাবের হাতে তুলে দেওয়া হলো ফুটবল।
এবং প্রায় ১০০জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো বই, খাতা ও কলম।
তাছাড়া সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন এর সমস্ত স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আধিকারিদের স্কুলের ব্যাগ, মোমেন্টো ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হলো।
এদিনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অপর্ণা রায়,ছাত্র নেতা মিঠুন মণ্ডল, সুভাষ মহাজন,চরঞ্জিত সিং,উমেশ ঝাঁ,তপনতেওয়ারী সহ আরো অনেকে ।

একই সাথে সালানপুর ব্লকের সমস্ত তৃণমূল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।এদিন কার্যালয় ও বিভিন্ন ক্লাব গুলিতে জাতীয় পতাকা উত্তোলন করে ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং।তাছাড়া দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস লেফ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ তেওয়ারী এদিন তিনি দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এলাকার বৃদ্ধ -বৃদ্ধা দের বিশেষ সন্মান প্রদান করেন ও বৃক্ষ রোপন করে দিনটি পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments