বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার :- হু হু করে বাড়ছে করোনা সংক্রমন। দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। তাই এই ভয়ংকর মরণ ভাইরাস করোনা র হাত থেকে বাঁচতে নড়ে চড়ে বসলো পশ্চিম বঙ্গ রাজ্য সরকার। তার পাশাপাশি আজ ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে করোনা সচেতন সহ একাধিক বিষয় নিয়ে সিভিল, পুলিশ ও হেলথ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অভিযান প্রায় ১৫দিন ধরে চলবে বলে জানা যায়। উপস্থিত ছিলেন সি এম ও এইচ দেবাশিস রায়, ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক, এস ডি পি ও মিতুন কুমার দে ডায়মন্ড হারবার, আই সি গৌতম মিত্র, ওসি ফায়ার ডিপার্টমেন্ট, ডাক্তার আকবর আলি পঞ্চগ্রাম হসপিটাল, টাউন তৃণমূল সভাপতি অমিত সাহা, পৌরসভার যুগ্ম কনভেনর সৌমেন তরফদার সহ আরও অন্যান্য জন প্রতিনিধিরা। সিভিলপুলিশ
সিভিলপুলিশ ও হেলথ দপ্তরের যৌত উদ্যোগে আজ ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে করোনা সচেতন সহ একাধিক বিষয় নিয়ে সচেতন মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়
সংলাপে অংশ নিতে বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আ. লীগের প্রতিনিধি দল
ডায়মন্ড হারবার মহকুমা শাসক আজ যে কর্মসূচি অনুষ্ঠিত হলো তিনি জানান কোভিড সচেতন প্রচার অভিযান, বাসও অন্নান্য গাড়িতে স্যানিটাইজার করা, স্টেশন বাজারের ক্রেতা ও বিক্রেতাদের বোঝানো হয়, নো মাস্ক নো গুডস, মাস্ক বিতর ও ১০০% মাস্ক পড়া নিশ্চিন্তকরণ করা ও কোভিড নিয়ম বিধি প্রয়োগ ও কার্যকরী করা সহ একাধিক বিষয় নিয়ে সচেতন করা হয়। সবার শেষে মহকুমা শাসক সুকান্ত সাহা এবং এস ডি পিও মিতুন কুমার দে পথ চলতি মানুষদের কঠোর ভাবে মাস্ক ব্যবহার করার কথা বলেন এবং নিজ হাতে মুখে মাস্ক পরিয়েও দিয়ে সচেতন হতে বলেন। এর পর যদি কেউ তা না মানে তাহলে আগামী দিনে সরকারি নিয়ম মেনেই যথেষ্ট ব্যাবস্থা গ্রহন করা হবে বলে ডায়মন্ড হারবার প্রশাসনের পক্ষ থেকে জানা যায়।