Wednesday, January 22, 2025
- Advertisement -

সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে করোনা আক্রান্তদের অক্সিজেন পৌঁছে দিচ্ছেন সৌমিত্র মন্ডল

- Advertisement -

Tv 20 Bangla Desk :- স্টাফ রিপোর্টার:-  উজ্জল সরকার:- দক্ষিণ ২৪ পরগণা গোসাবা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে করোনা আক্রান্তদের অক্সিজেন পৌঁছে দিচ্ছেন গোসাবা বালি ৫ নম্বরের সৌমিত্র মন্ডল। ফোন পেলেই নিজের বহুদিনের পুরনো সাইকেলের পিছনে অক্সিজেন কনসেন্টেটর নিয়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পৌঁছে যাচ্ছেন সৌমিত্র মন্ডল। তার এই কাজে খুশি রোগীর আত্মীয় পরিজন থেকে গ্রামবাসী। তার কাজে খুশি স্বাস্থ্য দপ্তর।সৌমিত্র থাকেন বালি ৫ নম্বর গ্রামে। সুন্দরবন হলো নদী মাত্রিক দ্বীপ। নোনা জলে আর মিঠে মাটি।

দীর্ঘদিন ধরে সুন্দরবনের বড়ো বড়ো নদী পার হয়ে এই দ্বীপ থেকে অন্য দ্বীপে , বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিনামূল্যে ঔষধ পৌঁছে দেওয়া থেকে করোনা রোগীদের অক্সিজেন , সবার আগে ডাক পড়ে সৌমিত্র মন্ডলের । তিনি সুন্দরবনের অক্সিজেন ম্যান হিসেবেই তাকে সবাই চেনে। করোনা রোগীদের সেবা করতে গিয়ে তিনি মাঝে করণায় আক্রান্ত হয়ে পড়েন। কিন্তু থেমে যায়নি তার এই উদার মানসিকতা। করোনা থেকে ভালো হয়ে গিয়ে আবার তিনি সেই কাজে লেগে পড়েন। কোরোনা থামাতে পারেনি তার কাজের গতি, মনের শক্তি।

কোথাও কাঁচা রাস্তা কোথাও ইটের সলিং সেই সাইকেল নিয়ে বড় বড় নদী পেরিয়ে করোনা রোগীর বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে সৌমিত্র বাবু। তার এই কাজে খুশি গোটা সুন্দরবনের মানুষ, খুশি সমস্ত রাজ্যবাসী। সুন্দরবন বাসীর কাছে সৌমিত্র ভগবান, সবাই তার মঙ্গল কমনা করেন তার এই কাজের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments