Wednesday, December 4, 2024
- Advertisement -

সেনাকর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদায়।

- Advertisement -

মালদা,বিশ্বজিৎ মন্ডল:- এক সেনাকর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ও পুখুরিয়া দুই থানা এলাকায়। খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে উভয় থানার পুলিশ। শুক্রবার মৃত সেনাকর্মীর ঝুলন্ত দেহটি উদ্ধার হয়েছে পুকুরিয়া থানার গৌরীপুর এলাকার এক আমবাগান থেকে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত‌ সেনাকর্মীর নাম শঙ্কর ঘোষ (২৭)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার হাতি ছাপা এলাকায়।গত ২৭ শে মার্চ ডিউটিতে জয়েন করার জন্য বাড়ি থেকে বের হয় সে। তারপর বাড়ির লোকেরা তার সঙ্গে ফোন মারফত যোগাযোগ করলে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আত্মীয়দের মাধ্যমে খবর জানতে পারে পুকুরিয়া থানার গৌরীপুর এলাকায় এক আত্মীয়র বাড়িতে রয়েছেন।

পরিবারের লোকেরা ওই আত্মীয়ের বাড়িতে গিয়েও তার খোঁজ পাইনি বলে অভিযোগ। শুক্রবার সকালে পুকুরিয়া থানার গৌরীপুর এলাকার এক আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুখুরিয়া থানার পুলিশ।ঘটনাকে ঘিরে এদিন দুই থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বলে খবর।তবে ওই সেনা কর্মী খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে উভয় থানার পুলিশ।

সেনাকর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদায়।

MORE NEWS – পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, বন্ধ মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা, মৃত-১ ৷

নিশীথ দাস TV-20 বাংলা:- বন্ধ মা ফ্লাইওভারে দুর্ঘটনা। বাইক থেকে উড়ালপুলের নিচে পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের। গুরুতর জখম আরও একজন। বর্তমানে জখম ওই যুবক এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। মেরামতির জন্য বেশ কিছুদিন ধরে রাত ১০ টার পর থেকে বন্ধ রাখা হচ্ছে মা উড়ালপুল। গভীর রাতে সেখানেই এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। জানা গিয়েছে, শুক্রবার ভোর তিনটে নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি। একটি বাইকে করে দুই যুবক মা উড়ালপুল থেকে এজেসি বোস রোড সংযোগকারী ফ্লাইওভারের দিকে যাওয়ার সময় গার্ডওয়ালে ধাক্কা খায় বাইক। সেই সময়ই বাইক আরোহী শুভম কুমার উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে যান। এদিকে উড়ালপুলেই ছিটকে পড়েন বাইক চালক অঙ্কিত কুমার। CONTINUE READING

ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত বকশি ডাঙ্গা বি,এফ,পি প্রাথমিক বিদ্যালয় স্কুল ঘরে সমস্যার ফলে ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলের বারান্দাতে ও গাছ তলাতে ক্লাস করানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments