নিজস্ব প্রতিনিধি, পাএসায়ের :- বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে পাত্রসায়ের থানার পুলিশকর্মীরা শনিবার সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি সচেতনতা মূলক প্রচার করলেন। যেখানে পাত্রসায়ের থানার পুলিশ কর্মীরা অংশ গ্রহণ করেছিলেন। পাত্রসায়ের থানার ও সি বিদ্যুৎ কুমার পালের নেতৃত্বে পুলিশ কর্মীরা একটি বাইক রেলি করেন। যেখানে প্লাকার্ড এর মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতা বার্তা দেওয়া হয় সকলেই যেন সরকারি আইন মেনে ও মাথায় হেলমেট পড়ে গাড়ি চালান। প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এর ফলে শহর এবং প্রত্যন্ত এলাকার গ্রামের সাধারন মানুষরা আরো বেশি সচেতন হবেন। পাশাপাশি কমবে দুর্ঘটনার পরিমাণ। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল সাধারণ মানুষ।
সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার করলো পাত্রসায়ের থানার পুলিশ কর্মীরা
সরস্বতী পুজোর ঠিক পরের দিনই অর্থাৎ আগামী কাল সকাল থেকেই আপামর মহকুমাবাসি মজবে গোটা সেদ্ধতে
ফুটপাত বাসীদের পাশে দাঁড়াল “চকঠাকুরাণী মানুষ মানুষের জন্য
টিকাকরণের প্রক্রিয়া আজ থেকে মানিকচকে শুরু হল ১৫ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের।
More News- অবেদনের কয়েক ঘন্টার মধ্যেই হাতে পেল জাতিগত শংসাপত্র শতাধিক আবেদনকারী, নজির করল প্রশাসন
শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর :-আবেদন করার কয়েক ঘন্টার মধ্যেই জাতিগত শংসাপত্র হাতে চলে আসবে এমনটা এতদিন ভাবেই নি কেউ। আর সেই কাজটাই করে দেখালো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা প্রশাসন। বাংলা ভাষার অন্যতম রূপকার পন্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ১৮২০ সালে জন্মগ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। অগাধ পাণ্ডিত্য এবং বাংলা ভাষায় তাঁর অবিস্মরণীয় অবদানের সম্মান হিসেবে কলকাতা সংস্কৃত কলেজ ১৮৩৯ সালের ৪ঠা ডিসেম্বর তাকে “বিদ্যাসাগর” উপাধিতে ভূষিত করে। এই বিশেষ দিনটিকে সম্মান জানাতে শনিবার ঘাটাল মহকুমার প্রশাসন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে আয়োজন করে তৎক্ষণাৎ আবেদনের Continue Reading