Saturday, December 7, 2024
- Advertisement -

সোনামুখীতে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ সাংসদ ও বিধায়কের

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সোনামুখীতে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ সাংসদ ও বিধায়কের । সোনামুখী পৌরসভায় আগামী 27 শে ফেব্রুয়ারি পৌরনির্বাচন রয়েছে । তার আগে শুক্রবার সোনামুখী বিধায়ক অফিসে পৌরসভার 15 টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুজনেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন । সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , সোনামুখীতে সিপিআইএম ও তৃণমূল ভাই ভাই এবারের পৌরসভা নির্বাচনে আমরা তাই দেখতে পেলাম । বিশেষ করে অনুন্নয়ন এবং কলকাতার তৃণমূল কংগ্রেস লিডাররা যেভাবে এখানে বালির টাকা তুলে নিয়ে গেছে এবং যেভাবে এখানকার কাউন্সিলররা কাটমানি নিয়েছে তার বিরুদ্ধে আমাদের লড়াই ।

67 বছর পর প্রতিটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আমরা প্রার্থী দিতে পেরেছি এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল এবং দ্বিতীয় চ্যালেঞ্জ আমরা দারুণভাবে লড়াই দেব এবং আমরা জিতব । এছাড়াও তিনি বলেন , পশ্চিমবাংলায় যে অনুন্নয়ন চলছে পশ্চিমবাংলার যা দুর্দশা চলছে এটার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে এবং সোনামুখীতে বিজেপি জিতবে । সোনামুখী পৌরসভার যানজট সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন , মুখ্যমন্ত্রীর যতদিন না জমি অধিগ্রহণ করবে ততদিন এই রাস্তা হবে না । তবে বিজিপি ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি দাবি করেন ।

সোনামুখীতে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ সাংসদ ও বিধায়কের

দীর্ঘ কয়েক মাস পর পুনরায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খুলল তৃণমূল কর্মী সমর্থকরা

সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন , সোনামুখী পৌরসভা যে দুর্নীতি যুক্ত পৌরসভা সেটা থেকে আমরা দুর্নীতিমুক্ত পৌরসভা করব । 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাসের বিরুদ্ধে 2019 লোকসভা নির্বাচনে সোনামুখীর মানুষ বিজেপিকে ভোট দিয়েছে । একুশের বিধানসভা নির্বাচনেও সোনামুখীতে বিজেপিকে মানয়ষ ভোট দিয়েছে এবারও ভোট দেবে । এছাড়াও তিনি বলেন , সোনামুখীতে জল দেবো বলে যে টাকা নিয়েছে জল তবে জল পৌঁছাচ্ছে কিন্তু সেই জল খাওয়া যাচ্ছে না । এছাড়াও আবাস যোজনা থেকে কাটমানি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি । তৃণমূল যে দুর্নীতি করেছে সোনামুখীতে জনগণের সাথে যে অন্যায় করেছে তার প্রমাণ হচ্ছে তৃণমূলেরই কয়েকজন নেতা মাইক ধরে জনগণের কাছে শুধু ক্ষমা চাইছে ।

আমরা আগে দেখতাম যেটা কমরেড বন্ধুরা চাইতো আমাদের ক্ষমা করে দাও আমাদের ভুল হয়ে গেছে ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত । ঠিক একই কায়দায় বর্তমানে তৃণমূল নেতারা শুধু বলছে আমাদের ক্ষমা করে দাও আমাদের ভুল হয়ে গেছে আমাদের কান মলে দাও । এরা সব ভাওতা দিচ্ছে পৌরসভা ভোটের আগে এরা নাটক করছে । এরা আবার ভুল করবে আবার নাটক করবে । তাই সোনামুখীর মানুষকে আমরা সচেতন করতে চাই পারিবারিক তন্ত্র বাদ দিয়ে সাধারন জনগনের পৌরসভা গঠন করুন । তবে সোনামুখী পৌরসভার এখনও যে সমস্যা রয়েছে সেগুলি বিজেপি ক্ষমতায় এলে অবশ্যই সমাধান হবে বলে জানান তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments