সঞ্জীব মল্লিক, বাঁকুড়া :- কালি কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌরশহর সোনামুখী। আগামীকাল সোনামুখী পৌরশহর কালী পুজোকে কেন্দ্র করে জমজমাট আকার ধারণ করবে। ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো। পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন ও সোনামুখী থানাও অত্যন্ত সচেতন রয়েছে পৌর শহরের কালী পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। আর সে কথা মাথায় রেখে বুধবার সন্ধ্যায় সোনামুখী থানা প্রাঙ্গণে সোনামুখীর ঐতিহ্যবাহী কালীপুজোর গাইড ম্যাপের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। প্রশাসনের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসা জানিয়েছেন সোনামুখী পৌরসভার সাধারন মানুষরা । জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন এস ডি পি ও কুতুব উদ্দিন খান , সোনামুখী থানার আইসি , সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা । সোনামুখীর ঐতিহ্যবাহী
More News – বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে রাস্তায় কালী পুজোর ঠাকুর দেখতে আসা দর্শার্থীদের মাস্ক বিতরণ
প্রতিনিধি নিশীথ দাস উত্তর 24 পরগনা:- বৃহস্পতিবার কালী পুজোর সন্ধায় বারাসাত চাপাডালি মোড়ে পুলিশ চালাচ্ছে সচেনতা প্রচার বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে রাস্তায় কালী পুজোর ঠাকুর দেখতে আসা দর্শার্থীদের মাস্ক পরিয়ে সচেতন করতে দেখা গেলো বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে, তবে প্রশাসনের ক্রমাগত প্রচারের পরও সাধারণ মানুষ এর এখনো সচেতনতা ফেরেনি এই বিষয় সন্ধেও নাই, দুর্গা পুজোর পর থেকে রাজ্য জুড়ে কিছুটা হলেও Continue Reading
সোনামুখীর ঐতিহ্যবাহী কালীপুজোর গাইড ম্যাপের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার
হোলির মাইক বাজানোকে কেন্দ্র করে সোনামুখীর রামচন্দ্রপুর গ্রামে তুমুল সংঘর্ষ, জখম ৭ ।
ডায়মন্ড হারবারে বসন্ত উৎসবে মাতলো দক্ষিন ২৪ পরগনা জেলার এক মাত্র মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
More News – শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রানিং ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :- গ্রাম বাংলার প্রতিভাদের আরো বেশি উজ্জীবিত করতে ও দেশের মুখ উজ্জ্বল করতে শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শান্তাশ্রম হাইস্কুল মাঠে আট টি দলের সম্প্রতি নক আউট রানিং ফুটবল টুর্নামেন্টের শুভ সুচনা হয় ইংরেজী 02/11/2021 মঙ্গলবার। উদ্বোধন ম্যচে অংশগ্রহণ করেছিলেন বর্ধমান রাহুল একাদশ ও তালডাংরা ঝিলিমিলি একাদশ। খেলার নির্দিষ্ট সময়ে দুই দল দুটি করে গোল করাই ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল ঘোষণা হয়। ৫ – ৪ গোলে বর্ধমান রাহুল একাদশ জয়লাভ করে। খেলাকে কেন্দ্র করে মাঠের চারিদিকে ভিড় জমিয়ে অগনিত Continue Reading