Friday, December 6, 2024
- Advertisement -

সোনামুখীর রণডিহা ড্যামে আগত পর্যটকদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে । 

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সোনামুখীর রণডিহা ড্যামে আগত পর্যটকদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে । শীত পড়তেই রাজ্যের করোনা সংক্রমনের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে । সে কথা মাথায় রেখে রাজ্যের সাধারণ মানুষদের নিরাপদে রাখতে রাজ্য সরকার গতকাল বেশ কিছু বিষয়ের উপর বিধিনিষেধ আরোপ করেছেন । যার মধ্যে রাজ্যের সমস্ত পিকনিক স্পট গুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । সে মতোই সোমবার সোনামুখীর দামোদর নদীর রনডিহা ড্যামে যে সমস্ত পর্যটকরা পিকনিক করতে আসছেন প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে । এই রণডিহা ড্যাম বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে অত্যন্ত জনপ্রিয় । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে পিকনিক করতে আসেন । তবে হঠাৎ পিকনিক স্পট বন্ধ হয়ে যাওয়াতে মন খারাপ পর্যটকদের ।

অনেক আশা নিয়ে যে সমস্ত পর্যটকরা রণডিহা ড্যামে পিকনিক করতে এসেছিলেন পিকনিক করতে না পেরে তাদেরকে ঘুরে যেতে হচ্ছে স্বাভাবিকভাবে মন খারাপ তাদের । পাশাপাশি পিকনিক স্পট বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের । যে সমস্ত দোকানদাররা এখানে ছোট দোকানের পসরা সাজিয়ে বসে ছিলেন পিকনিক স্পট বন্ধ হওয়াতে তাদেরও রাতের ঘুম ছুটেছে । ব্যবসায়ীদের দাবি তারা যে টাকা খরচ করেছেন সেই টাকা কিভাবে তুলবেন তাই ভেবে পাচ্ছেননা তারা । সুস্মিতা ঘোষ নামে এক পর্যটক বলেন , মন থেকে দুর্বল হয়ে পড়েছি । অনেক আনন্দ নিয়ে এখানে এসেছিলাম পিকনিক করতে কিন্তু পিকনিক করতে পারছিনা ভীষণ খারাপ লাগছে আমাদের । তবে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত পর্যটকরা ।

সোনামুখীর রণডিহা ড্যামে আগত পর্যটকদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ।

স্থানীয় এক ব্যবসায়ী রঞ্জিত হালদার বলেন , হঠাৎ পিকনিক স্পট বন্ধ হয়ে যাওয়াতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আমাদের । আগামী দিনে না খেয়ে থাকতে হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments