সঞ্জীব মল্লিক , বাঁকুড়া :- এক সময়ের দাপুটে সিপিআইএম নেতা দীর্ঘদিন সোনামুখী পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন এবার তিনি পৌরসভা নির্বাচনের আগে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । সোনামুখী পৌরসভার সিপিআইএমের দশ বছরের প্রাক্তন চেয়ারম্যান কুশল ব্যানার্জি বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এলেন । তার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখার্জী এবং সোনামুখী পৌরশহরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । দীর্ঘদিন সিপিআইএম করে হঠাৎ তৃণমূল কংগ্রেসে কেন ? তার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করছেন তার উন্নয়নের শরিক হতে সোনামুখী পৌরসভার উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।
সোনামুখী পৌরসভার দশ বছরের প্রাক্তন সিপিআইএম চেয়ারম্যান কুশল ব্যানার্জি যোগ দিল তৃণমূল কংগ্রেসে
কুশল ব্যানার্জি দল ছেড়ে চলে যাওয়ায় রীতিমতো চরম অস্বস্তিতে পড়েছে সিপিআইএম নেতৃত্ব । এমনিতেই বর্তমানে তাদের সংগঠন তলানিতে । নেতা-কর্মীদের ময়দানে নামতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সিপিআইএম নেতৃত্বদের । এদিন কুশল ব্যানার্জি সহ আরো সাতজন সিপিআইএম নেতৃত্ব ও চার বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । কুশল ব্যানার্জি বলেন , সিপিআইএমের প্রতি মোহ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম মানুষের উন্নয়ন করতে । বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখার্জী বলেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে এবং আগামী দিনে সোনামুখী পৌরশহরের উন্নয়ন করতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । জেলা সিপিআইএম নেতা অজিত পতি জানান, যারা দল পরিবর্তন করে তারা আমাদের দলে না থাকাই ভালো এরা স্বার্থান্বেষী ।
সোনামুখীতে DGSEI শাখার শুভ উদ্বোধন করলো বিডিও ও সোনামুখী থানার আইসি
More News- করোনা বিধি কে মান্যতা দিয়ে খোলা হলো পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি স্কুল
শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দিন ধরেই বন্ধ থাকা পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে অবশেষে প্রায় ২২ মাস পর আজ ফের বেজে উঠল ঘন্টা, কচিকাঁচাদের গলায় শোনা গেল জনগণমন অধিনায়ক জয় হে গানের সুরও। কোভিদ বিধি মেনে পর্যাপ্ত স্যানিটাইজার, মাস্ক এবং থার্মাল গানের ব্যবস্থা করেছিল জেলার স্কুল কর্তৃপক্ষরা। কিন্তু এত কিছুর পরেও Continue Reading