নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া : সোনামুখী পৌরশহরের চার নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ডের বহু মানুষ ইতিমধ্যেই জন্ডিসে আক্রান্ত হয়েছেন । মূলত শিশু ও কিশোররা এই জন্ডিসে আক্রান্ত হচ্ছেন । অনেককে আবার হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে । এরকম পরিস্থিতিতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে । যদিও প্রশাসনিক আধিকারিকরা এ বিষয়ে অত্যন্ত সচেতন ও সতর্ক রয়েছেন । অনেকের ধারণা পানীয় জলে সমস্যা রয়েছে সে কারণেই জন্ডিস হচ্ছে । তবে পানীয় জলে কোন সমস্যা নেই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সোনামুখী পৌরসভা কর্তৃপক্ষ ।
শুক্রবার সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি , সোনামুখী থানার আইসি পলাশ কুমার বারিক , সোনামুখীর বিডিও প্রিয়াঙ্কা হাটি , সোনামুখী হাসপাতালের বি এম ও এইচ , সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা চার নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ডের জন্ডিস আক্রান্ত সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তাদের শারীরিক খোঁজখবর নেন । পাশাপাশি জন্ডিস মোকাবিলায় সাধারণ মানুষদের কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন রয়েছে সে বিষয়ে তাদের সঠিক ধারণা প্রদান করেন । অন্যদিকে ধারাবাহিকভাবে পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তর জন্ডিস মোকাবিলায় অত্যন্ত সচেতন রয়েছেন ।
সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি জানান , ওই এলাকার পানীয় জল পরীক্ষা করা হয়েছে সেখানে পানীয় জলের কোন সমস্যা ধরা পড়েনি অর্থাৎ পানীয় জল সম্পূর্ণরূপে সঠিক রয়েছে । অন্যদিকে প্রশাসন জন্ডিস মোকাবিলায় অত্যন্ত তৎপর রয়েছে । জন্ডিসে আক্রান্ত সাধারণ মানুষদের সঙ্গে আজ আমরা প্রত্যেকেই কথা বলেছি এবং প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানান তিনি । এছাররাও তিনি বলেন , আগামী দিনে জন্ডিস যাতে ক্রমান্বয়ে বৃদ্ধি না পায় সে বিষয়েও আমরা অত্যন্ত সচেষ্ট রয়েছি ।