Wednesday, January 22, 2025
- Advertisement -

সোনামুখী শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্র প্রদান অনুষ্ঠান

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি ,বাঁকুড়া :- বছরের শেষ মুহূর্ত শীতের আমেজে সকলেই মেতে উঠেছেন পিকনিক উৎসবে । সকলের হইহুল্লোড় করে কাটছে সময় গুলো । শীতের এই সুন্দর মুহূর্ত কেউ নষ্ট করতে নারাজ । কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন যাদের শীতের পোশাক টুকুও কেনার সামর্থ্য নেই । সেই সমস্ত অসহায় দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এলো সোনামুখী শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । সোমবার 500 অসহায়-দুস্থ সাধারণ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন সোনামুখী শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । সোনামুখী পৌর শহরে বোডিং মাঠে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি সম্পন্ন হল । এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল কলকাতার বিশিষ্ট সমাজ সেবী জনাব ইয়াসের হায়দার ।

সোনামুখী শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্র প্রদান অনুষ্ঠান

তিনি নিজে উপস্থিত থেকে সকলের হাতে শীতবস্ত্র তুলে দেন । পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি । এদিনের এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে জনাব ইয়াসের হায়দার ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায় , বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জী , বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আই এন টি ইউ সি এর সভাপতি সোমনাথ মুখার্জী , লুৎফর রহমান , বিশিষ্ট আইনজীবী ও সোনামুখী শহর তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সন্তোষ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

রাজ্যের তৈরী পেগাসাস তদন্ত কমিশনের যাবতীয় নথি রাজ্যপাল কে জমা না করায়, ফের সরব রাজ্যপাল জগদীপ ধনখড়

নশিপুর রেলব্রীজ দ্রুত চালু করার দাবী জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে চিঠি দিলেন সাংসদ আবু তাহের খান

অবেদনের কয়েক ঘন্টার মধ্যেই হাতে পেল জাতিগত শংসাপত্র শতাধিক আবেদনকারী, নজির করল প্রশাসন 

আরও খবর- পুখুরিয়া থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা কর্মসূচী পালন

পার্থ ঝা, মালদা; দূর্ঘটনা কমাতে মালদা জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা কর্ম সূচী হিসেবে র‍্যালি করা হচ্ছে। এ দিন পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে এগিয়ে এল পুখুরিয়া থানার পুলিশ। সারা রাজ্যে জুড়ে দূর্ঘটনা কমাতে এই বিশেষ উদ্যোগ বলে জানা গেছে। তাই পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পথ নিরাপত্তা কর্ম সূচী পালন করা হল। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments