নদীয়া, মাধব দেবনাথ:- তাহেরপুরে ডাউন 6:32 এর লালগোলা প্যাসেঞ্জারের ধাক্কায় মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক ষাঁড়ের। আর তার জেরেই রানাঘাট কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকলো প্রায় দেড় ঘণ্টা। ঘটনাটি ঘটেছে তাহেরপুর স্টেশনের কাছে বারাসাত রেল গেটে। জানা যায় ডাউন লালগোলা প্যাসেঞ্জারের সঙ্গে প্রথমে ষাঁড়টির ধাক্কা লাগে, তারপর সে ট্রেনের ভেতর ঢুকে যায়। ওই অবস্থায় ছেচরাতে ছেচরাতে কিছুদূর আসার পর ট্রেনটি থেমে যায়। এরপর স্থানীয় বাসিন্দা, রেলকর্মী ও ট্রেনের প্যাসেঞ্জারদের তৎপরতায় ট্রেনের তলা থেকে বের করা হয় মৃত ষাঁড়টিকে। এর প্রায় দেড় ঘণ্টা পর স্বাভাবিক হয় রানাঘাট কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম দিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় নানাবিধ অসুবিধার সম্মুখীন হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। সোমবার সকালে,সোমবার সকালে
সোমবার সকালে তাহেরপুর স্টেশনের কাছে একটি ষাঁড়ের ট্রেনে কাটা পড়ার ঘটনায়,রানাঘাট কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকলো প্রায় দেড় ঘণ্টা।
MORE NEWS – Birbhum বীরভূমের বোলপুর থেকে মাওবাদী যোগ সন্দেহে ধৃত দুই যুবককে তোলা হল খাতড়া মহকুমা আদালতে।
BIG BREAKING NEWS Tv20 Bangla:- বীরভূমের বোলপুর থেকে মাওবাদী যোগ সন্দেহে ধৃত দুই যুবককে তোলা হল খাতড়া মহকুমা আদালতে। মাওবাদী যোগ সন্দেহে বীরভূমের বোলপুর থেকে দুই যুবককে রবিবার গ্রেফতার করে বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার বিকালে বোলপুরের দুটি পৃথক জায়গায় হানা দিয়ে টিপু সুলতান ওরফে মুস্তফা কামাল ও অর্কদীপ গোস্বামী নামের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি ধৃত দুজনের কাছ থেকে মোট ৩১ টি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে । ধৃতদের তোলা হল খাতড়া মহকুমা আদালতে। জানা গেছে, এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র টিপু সুলতানকে ২০১৬ সালে বেলপাহাড়ি ও ২০১৮ সালে গোয়ালতোড় থানার পুলিশ গ্রেফতার করেছিল। CONTINUE READING
দাবদাহ কে উপেক্ষা করে, দেড় কিলোমিটার ডন্ডি দিয়ে মা শীতলা পুজো দিলেন ভক্তরা লছিপুরে।
Lakshmipur লক্ষ্মীপুরের মান্দারীতে ৬দিন ব্যাপী হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন।
Raavan রাবণ ছবির প্রমোশনে শিশিরকুঞ্জের স্ট্রার মলে এলেন, বাংলা ছবির নায়ক জিৎ ও নায়িকা লহমা৷
ফাঁকা বাড়ির সুযোগে দিনদুপুরে চুরির ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর হরিপুর গ্রামে।
সাতজন সদস্য নিয়ে শুরু, আজ হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন দল ছেড়ে আপে যোগদান শতাধিক।