Wednesday, January 22, 2025
- Advertisement -

স্নান করতে নেমে পাথর খাদানের জলে তলিয়ে গেল দুই যুবক।

- Advertisement -

কাজল মিত্র :- স্নান করতে নেমে পাথর খাদানের জলেসাড়ে ৩০০ফুট গভীরে তলিয়ে গেল দুই যুবক।বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার আসানসোল পুরনিগমের ১৫ নং ওয়ার্ডের কেডি সিং কোলিয়ারি এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর সূত্রে জানাজায় বৃহস্পতিবার দুপুরে আসানসোল ইসলামপুরের বাসিন্দা মহঃ বরকতুল্লা
টোটো করে মহঃ ফারহান সহ আরো ৫ জনকে নিয়ে আসানসোল উত্তর থানার কেডি সিং কোলিয়ারি এলাকায় আসে। সেখানে তারা একটি পাথর খাদানের জলে স্নান করতে নামে। কিন্তু আচমকাই বরকাতুল্লা ও ফারহান সাড়ে ৩০০ ফুট গভীর পাথর খাদানের জলে তলিয়ে যায়। তা দেখে অন্য ৫ জন সেখান পালিয়ে যায় এবং দুজনের বাড়ির লোকেদের সেই খবর দেয়।বিকেলের পরে দুই যুবকের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছায়। একই সাথে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তর বা ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্ধারকারী দল। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় এলাকার আলো কমে যায় তাই অতো গভীর পাথর খাদানে নেমে তলিয়ে যাওয়া দুই যুবকের খোঁজ করতে সমস্যা হয়।

স্নান করতে নেমে পাথর খাদানের জলে তলিয়ে গেল দুই যুবক।

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে এক যুবকের হাতে ফিরিয়ে দিল সোনামুখী আরপিএফ।

বেঙ্গালুরুতে সাংবাদিক ও নাট্যশিল্পীদের নির্যাতনের ঘটনায় প্রতিবাদে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। 

আলোর ব্যবস্থা করে উদ্ধার কাজ করা হবে কিনা তা নিয়ে পুলিশ ভাবনা চিন্তা করছে। পাশাপাশি এতো গভীর পাথর খাদানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দল নেমে তল্লাশি করতে পারবে কি না, তাও প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের বিশেষ ডুবুরি দলকেও ডাকা হতে পারে। তলিয়ে যাওয়া দুই যুবকের নাম হলো আসানসোল দক্ষিণ থানার হটন রোডের ইসলামপুরের মহঃ বরকাতুল্লা আনসারি (১৯) ও বুধার মহঃ ফারহান ( ১৭)। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন।মৃত বরকাতুল্লার বাবা পেশায় টোটো চালক মহঃ সইফতু্ল্লা বলেন, ছেলে যে বন্ধুদের নিয়ে এখানে স্নান করতে এসেছে তা জানতাম না। পরে খবর পেয়ে এসেছি। কি করে এমন ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না। পুলিশ জানায়, কি ভাবে যুবকদের তল্লাশি করা যায়, তা দেখা হচ্ছে। উদ্ধারকারী দল আনা হয়েছে। প্রয়োজনে ডুবুরি দলকেও ডাকা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments