টিভি ২০ বাংলা ডেস্ক :-
স্পঞ্জ আয়রন বোঝাই একটি লরির চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগে গ্রেফতার হল এক যুবক। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম তন্ময় গোস্বামী। বাড়ি তালডাংরায়। আগ্নেয়াস্ত্রটি সরকারী লাইসেন্স প্রাপ্ত বলে জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক দশ হাজার টাকা বন্ডের বিনিময়ে অভিযুক্তর জামিন মঞ্জুর করেন।
অভিযোগকারী ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় একটি লরি স্পঞ্জ আয়রন বোঝাই করে ঝাড়গ্রাম থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। বাঁকুড়ার ওন্দা থানার রতনপুর ও নতুনগ্রামের মাঝামাঝি আসতেই লরিটির পিছনে এসে পড়ে একটি ছোট গাড়ি। সামনে সাইকেল চালক থাকায় লরি চালক পিছনের ছোট গাড়িটিকে বেশ কিছুক্ষণ রাস্তা ছাড়তে পারেননি। অভিযোগ মিনিট দুয়েক এভাবে চলার পর ছোট গাড়িটি কোনোভাবে লরিটিকে ওভারটেক করে লরির রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে। ছোট গাড়ি থেকে তন্ময় গোস্বামী নেমে লরি চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসাতে থাকে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকজন জড়ো হয় ঘটনাস্থলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকর্মীদের সাথেও তন্ময় গোস্বামী দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এরপরই লরি চালকের অভিযোগের ভিত্তিতে তন্ময় গোস্বামীকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। অভিযুক্তর আইনজীবী বলেন তন্ময় গোস্বামীর কাছ্র থাকা বন্দুকটির বৈধ লাইসেন্স রয়েছে।