নদীয়া:- স্বচ্ছ ভারত অভিযান প্রচারে নামলেন ভারতীয় জনতা পার্টি। সোমবার সকালে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোলপার্ক এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা ঝাড়ু হাতে করলেন স্বচ্ছ ভারত অভিযান। এছাড়াও ওই এলাকার বিভিন্ন জায়গায় করলেন আবর্জনা পরিষ্কার, পাশাপাশি আবর্জনা জায়গাগুলি পরিষ্কার করার পরে ব্লিচিং ছিটিয়ে দিলেন। এই ভাবেই স্বচ্ছ ভারত অভিযান করলেন বিজেপি কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন, শান্তিপুর টাউন ওয়ানের মন্ডল সভাপতি অমিত বৈরাগ্য। শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস, মহিলা মোর্চার সভানেত্রী পলাশী বিশ্বাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
স্বচ্ছ ভারত অভিযান প্রচারে নামলেন ভারতীয় জনতা পার্টি।
MORE NEWS – রবিবার বারাসাতে তৃণমূল বিজেপিকে একসাথে আক্রমণ SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।
নিশীথ দাস,TV-20 বাংলা:- বিস্ফোরক মন্তব্য সৃজনের। অনুব্রত মন্ডলের কাছে এমন কোন তথ্য আছে যা মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পরতে পারে, সেটা বিজেপি জানলো কি করে? বিজেপির বনগাঁ দক্ষিনের বিধায়ক স্বপন মজুমদারে মন্তব্য নিয়ে এস এফ আই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের প্রশ্ন। তিনি মনে করে বিজেপি নেতা অনুব্রত মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায় সব এক গোয়ালের গরু, সাবাই এক লাইনে, রাতে প্রত্যেকের সাথে ফোনে কথা হয়, সেই বিজেপি নেতা কি করে জানলো, সেগুলো জনসমক্ষে বলুক।এই বিজেপি নেতা কে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করুক দাবি সৃজনের। আমরা বামপন্থীরা এর আগেও একাধিকবার এই নিয়ে বলেছি, যখন সারদা,নারদা হয়েছিল, আমাদের নেতা গৌতম দেব বলেছিলো আমাকে ডাকো জিজ্ঞাসা করো। CONTINUE READING
বিষপ্রয়োগ করে খুন করা হবে অনুব্রতকে, আশঙ্কা বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের।
চিত্তরঞ্জন শহরের বুকে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মৃত্যু এক স্কুল ছাত্রের এলাকায় শোকের ছায়া।
লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে রাজ্যসরকারের “সুফল বাংলা স্টল” যেন সস্তি দিল মধ্যবিত্তদের ঘরে।
স্নান করতে নেমে পাথর খাদানের জলে তলিয়ে গেল দুই যুবক।
রানাঘাট হবিবপুরে জাতীয় সড়কের পাশে যুবকের রক্তাক্ত দেহ, খুন নাকি দুর্ঘটনা ধন্দে এলাকাবাসী।