নিজস্ব সংবাদদাতা মালদা :- স্বাধীনতা দিবসের প্রাক্কালে অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাংলা-বিহার সীমান্ত এলাকার মালদহের হরিশ্চন্দ্রপুর থানার গোবরাঘাট এলাকা থেকে দুই যুবককে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।ধৃত দুই যুবকের নাম শেখ গুড্ডু(২০) ও শেখ তানবীর(৩১)। তাদের বাড়ি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে।ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, কি ভাবে এই অস্ত্র তারা পাচার করত।
পুলিশ সূত্রে জানা যায় রবিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গোবরাঘাট এলাকায় ওই দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়েই ওই এলাকায় এএস আই জাকির হোসেনের নেতৃত্বে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী। দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে এক রাউন্ড গুলি এবং একটি ওয়ান শাটার পিস্তল উদ্ধার করে।সোমবার তাঁদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয় এবং পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়।