নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- অবৈধ সম্পর্কের জের ,স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছিল স্ত্রী, আর তার পরিণতি হল মৃত্যু। স্ত্রীকে গলাটিপে খুন করল স্বামী। মৃতের নাম জাহানারা বিবি বয়স৩৪। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মিনাখা ব্লকের আটপুকুর গ্রামে,এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়ায়। মৃত জাহানারা বিবির পরিবার সূত্রে জানা গিয়েছে, কুড়ি বছর আগে আটপুকুরের বাসিন্দা আজিম আলি মোল্লার সঙ্গে ভাঙ্গড় থানা এলাকার জাহানারা বিবির সঙ্গে বিয়ে হয়।জাহানারার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অভিযুক্ত স্বামী নানান ভাবে অকথ্য ভাষায় গালাগালি, শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত জাহানারা কে। তারপর একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে জাহানারার স্বামী আজিম আলী ।অভিযোগ, প্রতিবাদ করায় শনিবার ভোর রাতে তাকে গলা টিপে খুন করে জাহানারার স্বামী। মৃত্যু নিশ্চিত করতে মুখে বালিশ চাপাও দেওয়া হয় বলে জানিয়েছে জাহানারার পরিবার।
স্থানীয় বাসিন্দারা হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে ওই বধুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হয়ে যাবে কিভাবে খুন করা হয়েছে। ইতিমধ্যে মৃত জাহানারার পরিবার তার স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন হাড়োয়া থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত স্বামী পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।
স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ তাতেই ঘটে বিপত্তি, স্ত্রীকে গলাটিপে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
MORE NEWS – মালদার ধর্ষণকাণ্ডে ইংরেজবাজার আইসি সহ তিন পুলিশ আধিকারিক কে তলব লালবাজারে।
মালদা, বিশ্বজিৎ মন্ডল:- মালদার নাবালিকা ধর্ষণকাণ্ডে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনের হাজিরের নির্দেশ। মালদার ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ ও ইংরেজবাজার থানার আই সি আশিষ দাস সহ দুই পুলিশ আধিকারিক কে কলকাতায় তলব। ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তদন্তের অগ্রগতি নিয়ে আজিই ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। CONTINUE READING
হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে এক যুবকের হাতে ফিরিয়ে দিল সোনামুখী আরপিএফ।
এক প্রতিবন্ধী শিক্ষকের হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ফেরত দিলেন বৃদ্ধ মাছ ব্যবসায়ী।