Wednesday, December 4, 2024
- Advertisement -

হরিগ্রাম মোড়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 67 তম জন্মদিন পালন ছাতনা তৃনমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার

- Advertisement -

প্রতিনিধি বাঁকুড়া :- আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের 67 তম জন্মদিন। এই উপলক্ষে রাজ্যের প্রতিটি জায়গাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিদির জন্ম দিন পালন করছে। কোথাও মাস্ক কোথাও স্যানিটাইজার আবার কোথাও বা কেক কেটে মিষ্টি বিতরণ করে প্রিয় দিদির জন্ম দিন পালন করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজ হরিগ্রাম মোড়ে ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মীদের উদ্যোগে মাননীয়া মুখ্যমন্ত্রীর 67 তম জন্মদিন পালন করা হলো। ছাতনা বিধানসভার প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক এদিন কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন। উক্ত কর্ম সূচিতে প্রাক্তন বিধায়ক ছাড়াও ছিলেন ছাতনা তৃণমূল কংগ্রেস এর সোশ্যাল মিডিয়ায় বলাই পাঞ্জা সহ ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার এবং, মেট্যালা গ্রাম পঞ্চায়েত প্রধান মানিক কর, অঞ্চল সভাপতি মেঘনাথ মন্ডল, মেম্বার, বুথ সভাপতি দিলীপ মহাদানি, বিশু দাস বিশিষ্ট কর্মী বৃন্দ প্রমুখ ।

হরিগ্রাম মোড়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 67 তম জন্মদিন পালন ছাতনা তৃনমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার।

মুক্ত মালা ফাউন্ডেশন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের আগামী ৬ মাসের জন্য নতুন কমিটি

More News- সিভিলপুলিশ ও হেলথ দপ্তরের যৌত উদ্যোগে আজ ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে করোনা সচেতন সহ একাধিক বিষয় নিয়ে সচেতন মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার :- হু হু করে বাড়ছে করোনা সংক্রমন। দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। তাই এই ভয়ংকর মরণ ভাইরাস করোনা র হাত থেকে বাঁচতে নড়ে চড়ে বসলো পশ্চিম বঙ্গ রাজ্য সরকার। তার পাশাপাশি আজ ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে করোনা সচেতন সহ একাধিক বিষয় নিয়ে সিভিল, পুলিশ ও হেলথ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অভিযান প্রায় ১৫দিন ধরে চলবে বলে জানা যায়। উপস্থিত ছিলেন সি এম ও এইচ দেবাশিস রায়, ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক, এস ডি পি ও মিতুন কুমার দে ডায়মন্ড হারবার, আই সি গৌতম মিত্র, ওসি ফায়ার ডিপার্টমেন্ট, ডাক্তার আকবর আলি পঞ্চগ্রাম হসপিটাল, টাউন তৃণমূল সভাপতি অমিত সাহা, পৌরসভার যুগ্ম কনভেনর সৌমেন তরফদার সহ আরও অন্যান্য জন প্রতিনিধিরা। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments