মিঠুন মণ্ডল, পশ্চিম বর্ধমান:- হরিপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহী ওসিপি গেটে। শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসানসোল কর্পোরেশনের নির্বাচিত মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার INTTUC এর সভাপতির ও আসানসোল কর্পোরেশনের নবনির্বাচিত ডেপুটে মেয়র মাননীয় অভিজিৎ ঘটক , পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার বিধায়ক মাননীয় হরে রাম সিং এবং পাণ্ডবেশ্বর ব্লকের সকল অঞ্চলের প্রধান উপপ্রধান সহ সকল তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দরা। এই অনুষ্ঠানে প্রায় ২৫০০ হাজারেরও বেশি তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সংবর্ধনা সভায় পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও নবনির্বাচিত আসানসোল কর্পোরেশন এর মেয়র মাননীয় বিধান উপাধ্যায় কে ও পশ্চিম বর্ধমান জেলার INTTUC এর সভাপতি নবনির্বাচিত আসানসোল কর্পোরেশন ডেপুটি মেয়র মাননীয় অভিজিৎ ঘটক কে সম্বর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি এই সংবর্ধনা অনুষ্ঠানের মাঝে কিছুদিন পূর্বে বিজেপি থেকে তৃণমূলে যোগদান কারী সোনালী গিরি হাত ধরে 100 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে।
হরিপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহী ওসিপি গেটে।
More News – দুই মালবাহী মিনি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
ডেস্ক রিপোর্ট :- আজ এগরা’র নবজীবন নার্সিংহোম এর সামনে এক বহাবহ দুর্ঘটনা হয়। এগরা থেকে সবজি বোঝাই করা গাড়ি কাঁথি সড়কের দিকে অগ্রসর হয়েছিল। সেই সময় উল্টা দিক থেকে আসা এক গাড়ি সবজি বোঝাই করা গাড়িকে ধাক্কা মারে। তার কারনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ব্যাপক দুর্ঘটনা ঘটে। গাড়ি কলকব্জা ভেঙে চুরমার হয়ে যায়। খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতিকে স্বাভাবিক করে আহত ড্রাইভার কে উদ্ধার করে। দুই গাড়ি চালকের তেমন কোনো শারীরিক ক্ষতি হয়নি, তবে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
More News – ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা,রাস্তার এই বেহাল দশার কারণে আজ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা ।
গোপাল বিশ্বাস, নদীয়া – শান্তিপুর ঘোড়ালিয়া 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। শনিবার সন্ধ্যায় বিক্ষোভের মধ্য দিয়ে এলাকার মানুষের দাবি, 34 নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল। ধুলোর কারণে অসুস্থ এলাকার মানুষ, শ্বাসকষ্টে ভুগছেন শিশু থেকে শুরু করে বয়স্করা। তাই অতিষ্ঠ হয়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হন তারা। তাদের এও দাবি দীর্ঘদিনের এই সমস্যা, তারা কিছুতেই রাস্তার ধুলোর কারণে বসবাস করতে পারছেন না অবিলম্বে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। যদিও ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, কথা বলে বিক্ষোভকারীদের সাথে। পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।