মালদাঃ- হরিশ্চন্দ্রপুরে এক শিব মন্দিরের ঘন্টা চুরির অপরাধে পুলিশের হাতে ধৃত এক দুষ্কৃতী সহ ভাঙা লোহা কারবারকারী তথা ভাঙ্গারওয়ালা। ধৃতরা হলেন জসিমউদ্দিন (৪০) ও তপন দাস (২৫)। পুলিশ সূত্রে জানা যায় জসিমউদ্দিনের বাড়ি তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা গ্রামে ও তপন দাসের বাড়ি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে হাজির করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে জসিমউদ্দিনের ভাঙ্গারে তল্লাশি চালিয়ে চুরি হয়ে যাওয়া মন্দিরের তিনটি পিতলের ঘন্টা উদ্ধার হয়েছে। কম টাকার বিনিময়ে চোরেদের কাছ থেকে ঘন্টা গুলি কিনে নিয়েছিল।এদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, গত সোমবার হরিশ্চন্দ্রপুর সংগঠন সংলগ্ন শিব মন্দির থেকে পিতলের ঘন্টা সহ অন্যান্য সামগ্রী চুরি হয়ে যায়। শিব মন্দির কমিটি সহ এলাকাবাসী হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দুই দিনের মধ্যে চুরি হয়ে যাওয়া তিনটি পিতলের ঘন্টা উদ্ধার করে এবং দুই জনকে গ্রেফতার করে। পুলিশের কঠোর পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর বাসী।
হরিশ্চন্দ্রপুরে এক শিব মন্দিরের ঘন্টা চুরির অপরাধে পুলিশের হাতে ধৃত এক দুষ্কৃতী।
MORE NEWS – বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন আইসিডিএস অফিসে।
নারায়ণ সরকার, মালদা, ১১ মে:- ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়াকার্স এন্ড হেল্পার ইউনিয়ন গাজোল ব্লক প্রজেক্ট এর উদ্যোগে ১৫ দফা দাবি নিয়ে গাজোল আইসিডিএস অফিসে ডেপুটেশন দেন বুধবার।অফিসের সামনে তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখান তারা প্রথমে গাজোল ব্লক ক্যাম্পাসের সামনে জমায়েত হন সেখান থেকে মিছিল করে গাজোল ধর্মতলা মোড় আইসিডিএস অফিস প্রাঙ্গণে আসেন এবং বিভিন্ন দাবি নিয়ে তারা ডেপুটেশন দেন। বিক্ষোভকারী লালমনি সিংহ বলেন, আমরা আজ বিভিন্ন দাবি নিয়ে গাজোল আইসি ডি এস দপ্তরে সিডিপিও কে ডেপুটেশন দেওয়া হয়। আমরা প্রথমে গাজোল ব্লক ক্যাম্পাসের সামনে জমায়েত হয় সেখান থেকে মিছিল করে গাজলের ধর্মতলা মোড় আইসিডিএস প্রাঙ্গণে এসে ১৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় ।আমাদের দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। CONTINUE READING
পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ৩২৫ বোতল দেশী মদ গ্রেপ্তার চার ব্যক্তি।