Wednesday, December 4, 2024
- Advertisement -

হরিশ্চন্দ্রপুর থানার নতুন আইসিকে সংবর্ধনা দিলেন ব্যবসায়ীরা, এলাকার মানুষদের স্বার্থে কাজ করবেন বার্তা আইসির । 

- Advertisement -

শেখ সাদ্দাম মালদা :-

মালদহের হরিশ্চন্দ্রপুর থানার নতুন আইসি দেওদূত গজমেরকে সংবর্ধনা দিলেন ব্যবসায়ীরা।

রবিবার হরিশ্চন্দ্রপুর থানা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফে থানা কমিটি হলে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। হাজির ছিলেন হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পবন কেডিয়া, ব্যবসায়ী সঞ্জিব গুপ্তা, ব্যবসায়ী বিনোদ গুপ্ত, প্রবীণ কেডিয়া সহ হরিশ্চন্দ্রপুর, তুলসিহাটা, কুশিদা এলাকার ব্যবসায়ীরা। এদিন সংবর্ধনার পাশাপাশি নিজেদের নিরাপত্তা ও সুষ্ঠভাবে যাতে ব্যবসা পরিচালনা করতে পারেন সেই আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহেই ডালখোলায় বদলি হয়ে গিয়েছেন আইসি সঞ্জয় কুমার দাস। তার জায়গায় নতুন আইসি হয়েছেন দেওদূত গজমের। এদিন নতুন আইসিকে সংবর্ধনা দেন ব্যবসায়ীরা। এলাকার মানুষের স্বার্থে কাজ করবেন বলে জানিয়েছেন নতুন আইসিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments