Wednesday, January 22, 2025
- Advertisement -

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জালে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে।

- Advertisement -

মালদা, বিশ্বজিৎ মন্ডল:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশি অভিযান চালিয়ে শুক্রবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে বলে খবর।ধৃতদের নাম জিয়াউল হক (৩৬) এবং গোলাম সারওয়ার (২৪)। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি করে ওয়ান শাটার বন্দুক এবং দুই রাউন্ড গুলি। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে শনিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন, আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার তাদেরকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জালে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে।

MORE NEWS – আলোয় আলোকিত গোবিন্দপুর বাজার।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে দীর্ঘদিন ধরে ছিল না পর্যাপ্ত আলো। বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি আজ পূর্ণ হল।ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোটা গোবিন্দপুর বাজার আলোয় আলোকিত। খুবই খুশি দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ বলেন, গোবিন্দপুর বাজারে দীর্ঘদিন পর্যাপ্ত আলো ছিল না। গোবিন্দপুর বাজারে প্রচুর মানুষের সমাগম হয়। আলো না থাকায় দোকানদার থেকে সাধারণ মানুষের খুব অসুবিধা হত। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোটা গোবিন্দপুর বাজার আলোয় আলোকিত করা হল।

MORE NEWS – গরমে রক্তের অভাব দুর করতে নামখানা আইমা ইউনিট এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সম্প্রীতি সভা।

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার :- দুইটি মিনিট করলে ব্যায়, একটি প্রাণ বাঁচে,ভ্রাতৃত্বের দৃর্ হউক তক্তের বন্ধনে।  এই মূলমন্ত্র কে সামনে রেখে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক সৈয়দ রুহুল আমিন এর নির্দেশে রক্ত সংকট মেটাতে নামখানা ইউনিটের উদ্যোগে সর্বোপরি শরিফ খান এর সহযোগিতায় কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে ডাক্তার বাবুদের উপস্থিতিতে গণেশ নগর গ্রামের হিন্দু-মুসলিম ও পুরুষ মহিলা সহ প্রায় 60 জন রক্ত দান করেন। আজ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইমার কেন্দ্রীয় নেতৃত্ব মারজান হোসেন, আইমা দক্ষিন ২৪ পরগনা জেলার অবজারভার হাফিজুল খাঁন, আইমা র একনিষ্ঠ কর্মী ও বিশিষ্ঠ সমাজসেবী মাওলানা আব্দুল কাদের ফাতেহি, CONTINUE READING

দেশি পিস্তল, কার্তুজ এবং ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments