নিশীথ দাস, TV-20 বাংলা:- নদীয়ার হাঁসখালি ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। এবার মৃত কিশোরীর বাবা ও দাদার বিরুদ্ধে এফআইআর দায়ের হল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রের দাবি, নির্যাতিতার মায়ের বয়ানের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে। হাঁসখালি কাণ্ডের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই। চলছে বয়ান রেকর্ড। সোমবার নির্যাতিতার মাকে বয়না রেকর্ডের জন্য ডেকে পাঠান সিবিআই তদন্তকারীরা। সেই সময় সিবিআই আধিকারিকরা মৃতার মাকে প্রশ্ন করেন, এফআইআরে তাঁর স্বামী ও ভাসুরপো অর্থাৎ মৃতার বাবা ও তার এক জ্যাটতুতো দাদার নাম রয়েছে, বিষয়টি তিনি জানেন কি না। নির্যাতিতার মা বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এবিষয়টি একেবারেই তার জানা ছিল না। পাশাপাশি কেন বাবা ও দাদার নাম এফআইআরে, সেই প্রশ্নও তোলেন নির্যাতিতার মা।
এ প্রসঙ্গে জেলা পুলিশের দাবি, নির্যাতিতার মায়ের বয়ানের ভিত্তিতেই তাঁর স্বামী ও ভাসুরপোর নাম রাখা হয়েছে এফআইআরে। জানা গিয়েছে, মৃতার মা জানিয়েছিলেন, তাঁর স্বামীর সামনেই পোড়ানো হয়েছিল মেয়ের দেহ। এছাড়াও আরও ২জন সেখানে ছিলেন, তাঁদের মধ্যে একজন তার ভাসুরপো। আইন অনুযায়ী, দেহ পোড়ানো মানে তথ্য লোপাটের চেষ্টা। সেই কারণেই দেহ পোড়ানোর সময় ঘটনাস্থলে থাকায় নির্যাতিতার বাবা ও ভাসুরপোর নাম রয়েছে এফআইআরে। ঘটনাস্থলে থাকা সকলের নামই এফআইআরে রয়েছে বলে পুলিশ সূত্রে জানাজায়।
হাঁসখালি কাণ্ডে নয়ামোড়, এফআইআরে রয়েছে নির্যাতিতার বাবা ও জ্যাটতুতো দাদার নাম।
MORE NEWS – বিষ্ণুপুর রেল লাইনের ধার থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- বিষ্ণুপুর রেল লাইনের ধার থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ।বিষ্ণুপুর পৌরসভার ষোল নম্বর ওয়ার্ডের লাইট হাউস মোড় সংলগ্ন এলাকায় রেললাইনের ধারে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল। সোমবার সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর আরপিএফ ও বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও মৃত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। CONTINUE READING
আধুনিকীকরণের জোয়ারে হারিয়ে যেতে বসেছে সাবেকি বাঁশের শিল্প।
আগুনে পুড়ে ছাই আস্ত বাড়ি জামুড়িয়াতে ফায়ার স্টেশন নির্মাণের দাবী।